বিরাট ঘোষণাঃ রেল বোর্ড আগামী ১২ ই আগস্ট পর্যন্ত সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে
Rail services cancelled up to 12 august by railway board : বিরাট ঘোষণা করলো
রেলবোর্ড আগামী ১২ ই আগস্ট পর্যন্ত সমস্ত মেল , এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন বন্ধ
থাকবে ।
আনলক 1 শুরু হওয়ার পর অনেকেই ভাবছিলেন হয়তো 1 ই লা জুলাই থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে । এবং পরিবহনের ক্ষেত্রে মানুষের যে দুর্ভোগ তা হয়তো কিছুটা কমবে । কিন্তু আজকের রেল কতৃপক্ষের ঘোষণায় সেই আশা আর পূরণ হল না ।
এর আগের নোটিশ অনুসারে 30 শে জুন পর্যন্ত সকল ট্রেন এর টিকিট ক্যানসেল করা হয়েছিল । এবং সকল টিকিট গ্রাহক কে সম্পূর্ণ রিফান্ড দেওয়া হয়েছিল । আজকের নোটিসে এটা বলা হয়েছে 1 ই লা জুলাই থেকে 12 ই আগস্ট পর্যন্ত সকল টিকিট কে বাতিল ঘোষণা করা হয়েছে । এবং এর সম্পূর্ণ রিফান্ড টিকিট গ্রাহকরা পেয়ে যাবেন ।
তবে সকল মেল , এক্সপ্রেস বা প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হলেও স্পেশাল ট্রেন গুলি যথা নিয়মেই চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন