কুখ্যাত সন্ত্রাসবাদী লাদেনকে শহীদ ঘোষণা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
Pakistan PM Imran Khan calls Global Terrorist Osama Bin Laden a shaheed inside Pakistan National Assembly : প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান পাকিস্তানের প্রধান মন্ত্রী তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য বারবার বিশ্বের কাছে সমালোচিত হয়েছেন । কিন্ত তিনি বিতর্কিত মন্ত্রব্য করা থেকে বিরত থাকেন নি ।
আজ পাকিস্তানের জাতীয় এসেম্বলিতে এমনই কে বিতর্কিত মন্তব্য করলেন যার ফলে আবারও সারা বিশ্বের কাছে হাসির খোরাক হলেন । তিনি বলেছেন আমেরিকা পাকিস্তানে ঢুকে ওসামা বিন লাদেনকে হত্যা করে শহীদ করলেন । কিন্তু তারপরও সারা বিশ্ব আমাদেরকে বিভিন্ন অপমানিত করে গেল । খারাপ ভাষায় আক্রমন করলো ।
প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন "আমাদের দেশে ঢুকে আমাদের মানুষকেই হত্যা করছে । আমাদের দেশের হাজার হাজার মানুষের প্রান নিচ্ছে । আবার আমাদেরকেই নিন্দা করছে । গত দশবছর ধরে সারা বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান এভাবেই অপমানিত হয়ে আসছে ।"
সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান সবসময় সকলকে সহযোগিতা করে এসেছে । কিন্তু তারপরও এই দেশ সারা বিশ্বের কাছে এমনভাবে অপমানিত হয়েছে যা হয়ত অন্য কোন দেশ হয় । গত গত দশবছরধরে এই অবস্থা চলছে ।
লাদেনকে কি কখনও শহীদ বলা যেতে পারে ? এবিষয়ে আপনার কি মত ? নীচে কমেন্ট করুন ।
দেখুন পাক প্রধানমন্ত্রীর সেই ভিডিও
nno
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন