কৃষকবন্ধু প্রকল্প ২০২০ জানুন কি কি সুবিধা ? কারা আবেদনের যোগ্য ?
Krishak bandhu Online Application : পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষের উন্নয়নের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের ঘোষণা করে থাকেন । যার দ্বারা উপকৃত হয় রাজ্যের মানুষ । তেমনই একটি প্রকল্প হল কৃষকবন্ধু প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা ফসল বীমা ছাড়াও বিভিন্ন আর্থিক প্যাকেজের সুবিধা পেয়ে থাকেন । এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য তিন হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।
লক্ষ লক্ষ কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা উপভোগ করছেন । কিন্তু সম্পুর্ন তথ্যের অভাবে এখনও অনেক কৃষক রয়েছেন যারা এই প্রকল্প থেকে বঞ্চিত । তো চলুন এই আর্টিকেলে আমরা দেখে নেবো কৃষকবন্ধু প্রকল্প সম্বন্ধিত সকল তথ্য । এই প্রকল্পের কি কি সুবিধা রয়েছে , এই প্রকল্পের সুবিধা কারা পাবেন ? কিভাবে অনলাইনে আবেদন করবেন ? প্রভৃতি সামগ্রিক তথ্য ।
কৃষকবন্ধু প্রকল্পের ( Benifits of Krishakbandhu ) সুবিধাঃ –
এই প্রকল্পের আওতায় যারা আসবেন তাঁরা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন –
১. এই প্রকল্পের আওতায় যারা আসবেন তাদের ২ লক্ষ টাকার জীবন বীমার সুবিধা পাবেন ।
২ প্রকল্পের সুবিধা চলাকালীন কোন কৃষক মারা গেলে তার পরিবারকে বীমার সম্পূর্ণ টাকা দেওয়া হবে ।
৩. ফসল বীমার টাকা দুটি কিস্তিতে কৃষকেরা পাবেন ।
৪. সুবিধাভোগী কৃষক মারা গেলে ১৫ দিনের মাথায় তার পরিবার টাকা পাবেন ।
৫. ফসল বীমার প্রিমিয়াম রাজ্য সরকার দেবে ।
৬. প্রতি একর প্রতি ৫ হাজার টাকা কৃষক পাবেন । রবি এবং খারিফ দুটি মরসুমে এই টাকা প্রদান করা হয় ।
কৃষকবন্ধু প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিঃ –
১. আবেদনকারীর ঠিকানার প্রমানপত্র থাকতে হবে ।
২. এই প্রকল্পটি শুধুমাত্র কৃষক এবং কৃষি শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে তাই আবেদন করতে গেলে কর্মসংক্রান্ত নথি থাকতে হবে ।
৩. ১৮ থেকে ৬০ বছরের যেকোন ব্যক্তি এই প্রকল্পের আওতায় আসতে পারেন । তাই বয়সের প্রমানপত্র থাকতে হবে ।
৪. পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড থাকতে হবে ।
৫. আবেদনকারীর অবশ্যই একটি ব্যাঙ্ক আকাউণ্ট থাকতে হবে । প্রদত্ত আর্থিক সুবিধা এই ব্যাঙ্ক আকাউন্টের মাধ্যমেই পাওয়া যাবে ।
কৃষকবন্ধু প্রকল্পে কিভাবে আবেদন করবেন ?
আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে । নিচে কিভাবে আবেদন করবেন তা ধাপে ধাপে দেখানো হল –
১. প্রথমে https://krishakbandhu.net/ এই ওয়েবসাইটে যাবেন ।
২. ওয়েবসাইট খুললে শেখাণে “কৃষি বিভাগ” অপশনে ক্লিক করবেন ।
৩. এরপর আপনার সামনে লগইন অপশন আসবে । আপনি নতুন হলে নিচের “SIGN UP” বোতামে ক্লিক করবেন ।
৪. নতুন একটি পেজ খুলে যাবে । সেখানে আপানার যাবতীয় তথ্য দেবেন । এবং সাইন আপ করে নেবেন ।
৫. এরপর আপনি একটি আইডি ও পাসওয়ার্ড পাবেন । এর সাহায্যে এই প্রকল্পের জন্য লগইন করতে পারবেন ।
৬. অতিরিক্ত তথ্যের জন্য সকাল হেল্পলাইন নম্বর ৮৩৩৬৯৫৭৩৭০ তে কল করতে পারেন । শুধুমাত্র অফিসিয়াল টাইম ফোন করার সময় সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ টার মধ্যে কল করবেন ।
৭. এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য আপনি মেল করতে পারেন krishak.bandhu@ingreens.in এই মেল আইডি তে ।
খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।
CLICK HERE TO DOWNLOAD - BANGLA CALENDER 2020
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন