ভারত মায়ের দিকে যারা চোখ তুলে তাকিয়েছিল তাদের উচিত শিক্ষা দিয়ে গেছে ভারতীয় সেনারা
PM Modi remarks after meeting with various Party Presidents : গত সোমবার লাদাখ
সীমান্তে ভারত চীন সংঘর্ষের পর ২০ জন সেনা নিহত হন । এবং তারপরই নরেন্দ্র মোদী লাদাখ
সীমান্ত সমস্যা নিয়ে সর্বদলিয় বৈঠকের ডাক দেন ।
সর্বদলীয় বৈঠকের
পর যা প্রধানমন্ত্রী বললেন…
পূর্ব লাদাখে যা হয়েছে সেই বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর এবং বিদেশমন্ত্রীর কথা শুনেছেন এবং তাদের দেওয়া প্রেজেস্টেশনও দেখেছেন । না সেখানে আমাদের দেশে কেউ অনুপ্রবেশ করেছিল । না কেউ করে আছে । আর না কোন অঞ্চল অন্য কোন দেশ অধিগ্রহন করেছে । লাদাখ আমাদের ২০ জন সেনা শহীদ হয়েছেন কিন্তু যারা ভারত মায়ের দিকে চোখ তুলে তাকিয়েছিল তাদের উচিত শিক্ষা ভারতীয় সেনারা দিয়ে গিয়েছেন । তাদের এই পরাক্রম , তাদের এই বলিদান দেশবাসী চিরকাল মনে রাখবে ।
বন্ধুরা এটা ঠিক যে চিনের দ্বারা LAC তে যেটা করা হয়েছে তাতে গোটা দেশ দুঃখিত এবং আক্রোশ প্রকাশ করেছেন । এই বিষয়টি আজকের বৈঠকেও বারবার উঠে এসেছে । আমি আপনাদেরও আশ্বস্থ করতে চাই যে আমাদের সেনা দেশের রক্ষার্থে কোন কোন ত্রুটি রাখছে না । কূটনীতি হোক বা প্রতিরোধ হোক জল স্থল আকাশে সব দিকেই আমাদের সেনাদের যেটা করা উচিত সেটা করছেন ।
আজ আমাদের সেই ক্ষমতা রয়েছে যে কেউই আমাদের দেশের এক ইঞ্চি জমির উপরে চোখ তুলে দেখার ক্ষমতা নেই । আজ দেশের সেনা সব ক্ষেত্রেই একসাথে লড়াই করতে সক্ষম । এই অবস্থায় আমরা যেমন একদিকে সেনাকে যেমন পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়েছি । ঠিক তেমনই অন্যদিকে কুটিনীটির মাধ্যমেও চীনকে আমাদের ভাবনা স্পষ্ট করে দিয়েছি ।
ভারত শান্তি ও বন্ধুত্ব চাই । কিন্ত আমদের কাছে দেশের সার্বভৌমত্বের রক্ষা করা সব থেকে আগে । এবং আপনারাও সকলেই সেই ভাবনাকেই তুলে ধরেছেন ।
বন্ধুরা গত পাঁচবছরে দেশ নিজের সীমাকে সুরক্ষিত করতে সীমান্ত এলাকায় পরিকাঠামোর উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে । আমাদের সেনার যেগুলো অবশ্য প্রয়োজনীয় যেমন যুদ্ধ জাহাজ , আধুনিক হেলিকাপটার , মিসাইল ডিফেন্স সিস্টেম প্রভৃতির উন্নয়নে আমরা জোর দিয়েছি ।
নতুন তৈরি হওয়া পরিকাঠামর উন্নয়নের ফলে LAC তে আমাদের পেট্রোলিং ও বেড়েছে । আর এর ফলে আমাদের সীমান্ত আরও সুরক্ষিত হয়েছে । সীমান্তে হওয়া গতিবিধির উপর সময়ে নজর দেওয়া সম্ভব হচ্ছে । যেসকল ক্ষেত্রে আগে সেভাবে নজর দেওয়া সম্ভব হত না সেখানেও আমাদের জওয়ান সঠিকভাবে নজর রাখতে পারছে । এবং উপযুক্ত ব্যবস্থাও নিতে পারছে ।
উন্নত পরিকাঠামোর ফলে আরও একটি সুবিধা হয়েছে যেখানে আমাদের সেনা কঠিন পরিস্থিতিতে পাহারা দিচ্ছে সেখানে প্রয়োজনীয় জিনিস সহজে পৌঁছান সম্ভব হচ্ছে ।
বন্ধুরা দেশের হিত সবসময়ই আমাদের অগ্রাধিকার । ভারত কখনই কোন বাইরের দেশের দ্বারা প্রভাবিত হয়নি । আমি আপনাদের সকলকে এবং সকল রাজনৈতিক দলকে সুনিশ্চিত করতে চাই আমাদের সেনা দেশের সুরক্ষা করতে সমর্থ । আমরা তাদের যথাযথ পদক্ষেপ নেওয়া জন্য সম্পূর্ণ ছাড় দেওয়া আছে ।
সকল রাজনৈতিক দল এই গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন , পরামর্শ দিয়েছেন এর জন্য আমি সকল দলের নেতৃত্বকে ধন্যবাদ । আপনাদের এই পরামর্শ আগামীদিনে কাজে লাগাবো এবং আমার বিশ্বাস এতে করে আমদের দেশের লাভ হবে । আপনারা যে এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন এটা যেমন দেশের মনোবল এবং সেনার মনোবল বাড়াবে একইসাথে সারা বিশ্বের কাছে যে বার্তা পৌঁছানোর দরকার সেটা এই বৈঠকের দ্বারা পৌঁছে গেছে । আপনাদের সকলকে এই কারনে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি ।
কি বললেন প্রধানমন্ত্রী দেখুন সেই ভিডিও
Very good
ReplyDeleteMr P M you go ahead for nation's protection as a indian we support you.
ReplyDeleteJoy hind Bharat Mata Ke joy.
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন