রাজ্যে ১০৪ টি সেলফ হোম সেন্টার তৈরি করা হচ্ছে । জানুন কি এই সেলফ হোম সেন্টার ?
104 self home centers are being set up in the state cm mamata banerjee says : আজ বুধবার সাংবাদিক
সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পূর্ণ নতুন একটি ধারনা নিয়ে এলেন । তিনি
জানিয়েছেন সারা রাজ্যে ১০৪ টি সেলফ হোম সেন্টার করা হবে ।কি এই সেলফ হোম সেন্টার ?
মুখ্যমন্ত্রী
মমতা ব্যনার্জি জানিয়েছেন সেলফ হোম সেন্টার কোয়ারেন্টিন সেন্টার নয় । এখানে সাধারনত
সামান্য সর্দি কাশি বা খুবই সামান্য করোনার লক্ষন পাওয়া যাবে তাদের এখানে রাখা হবে
।
একটি পরিবারে
১০ জন সদস্যের সকলের করোনার আক্রমনে সমান ক্ষতি হয় না । হয়ত ১০ জনের মধ্যে নয়জনের খুব
সামান্য লক্ষন দেখা যায় । এবং খুব তাড়াতাড়ি সেরেও যায় । এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন
এইসকল আক্রান্তদের যাদের সামান্য লক্ষন দেখা যাবে তাদের কোয়ারন্টিন সেন্টারে না রেখে
রাখা হবে সেলফ হোম সেন্টারে । এবং সারা রাজ্য জুরে এমন ১০৪ টি সেলফ হোম সেন্টার করা
হচ্ছে ।
এছারাও মুখ্যমন্ত্রী
আজ ভারত চীন সীমান্তে শহিদদের জন্য নিজের শ্রদ্ধাজ্ঞাপন করেন । এবং তিনি জানান সেই
২০ জনের মধ্যে বাংলার দুই শহিদ রয়েছেন । তিনি জানিয়েছেন এই দুই শহিদের পরিবারকে ৫ লক্ষ
টাকা করে দেওয়া হবে এবং পরিবারের মধ্যে একটি চাকরি দেওয়া হবে ।
রাজ্যে যেসকল
স্বাস্থ্যকর্মী , পুলিশ , সাফাইকর্মীরা কোভিড এলাকায় কাজ করছেন । মুখ্যমন্ত্রী জানিয়েছেন
তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে । আজ থেকে কোভিড এলাকাগুলিকেও সরকারী নীতি অনুযায়ী ডিফিকাল্ট
এরিয়া হিসাবে বিবেচনা করা হবে ।
এছারাও মুখ্যমন্ত্রী
জানিয়েছেন যেসকল ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রি রয়েছেন তাদেরকেও কোভিড মোকাবিলায় কাজে
লাগানো হবে । এবং এমনকি অন্যান্য ক্ষেত্রে যেসকল ডাক্তার কাজ করছেন বিশেষ বিশেষ ক্ষেত্রে
তাদেরও কোভিড মোকাবিলায় কাজে লাগানো হবে ।
সাংবাদিক সম্মেলনে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন