নবান্নে মুখ্যমন্ত্রীর কি বললেন করোনা পরিস্থিতি মোকাবিলায় 




মুখ্যমন্ত্রী বললেন -

করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের কাজ -

  •  করোনা মোকাবিলা করতে গিয়ে অন্যরোগের চিকিৎসা থেকে  যেন মানুষ বঞ্চিত না হয় ।

  •  যারা বাইরে  থেকে আসছে তাদের স্বাস্থ্য চিকিৎসা করতে হবে । তারপর তাদের যদি করোনার কোন লক্ষন না থাকে তাদের হোম কোয়ারন্টিনে থাকার অনুরোধ ।
  •  ১০০ দিনের কাজ  এ বিশেষ নজর দিতে হবে ।
  • কোন মানুষ যেন অনাহারে মারা না যায় ।
  • আমরা জেলাভিত্তিক কি কাজ করব সম্পর্কে সমস্ত ডিএম কে তথ্য দেওয়া আছে । এখন জেলা পরিষদ কে সেই কাজগুলোকে বাস্তবে প্রয়োগ করতে হবে ।
  • ১০০ দিনের কাজে লাগান যারা বাইরে থেকে আসছে । যত বেশি সংখ্যক শ্রমিক কাজে লাগাতে পারেন লাগান । 
  • ডি এম দের লক্ষ্য রাখুন কেউ যেন জয়বাংলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় একইসাথে অন্য কোন মানুষ যেন এর  কোনরকম সুযোগ না নেয় । মনে রাখবেন এখানে কোন জেলাপরিষদ বা পঞ্চায়েতের কোন পয়সা নেই । পুরো টাকাটি সেই ব্যাক্তিই পাবে । তাই সেখানে যেন কেউ ভাগ না বসায় ।
  • আমারা বাংলা কে এগিয়ে নিয়ে যাবো ।
  • গ্রাম বাংলার অর্থনিতির জাগরন করতে হবে ।
  • করোনা মোকাবিলাও করবো , মানুষের পাশেও থাকব ।
  •  অর্ধেক লোক নিয়ে বাস চলবে । সরকারী বাস কম ভাড়ায় চালাব । কিন্তু বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া কম নেওয়া সম্ভব নয় ।
  • রেড জোনের তিনটি ভাগ করুন । A , B , C । 
  • করোনাতে মোকাবিলাতে ভয় পাওয়ার কিছু নেই ।
  • আমাদের এখানে ২৫ % মানুষকে ভালো করে দিয়েছি । আশা কর্মিরা অনেক কাজ করছে । তারা জীবনের ঝুঁকি নিয়ে ৫ কোটির উপর স্ক্রিনিং করেছেন ।
  • ১০ জুনের পর স্কুল খুলে যাবে । তারপর আইসিডিএস কর্মীরা কাজ করবে । 
  • দুহাত পর পর দাঁড়ান । কিচ্ছু হবে না । একটা মাস্ক পরবেন । আপনার নিঃশ্বাস থেকে আর একজনের নিঃশ্বাসে যেন না ছড়ায় ।
  • মানুষে মানুষে বিচ্ছেদ করা যায় না । কিন্তু মাস্ক পড়তে হবে । 
  • যারা সবজি বিক্রি করছেন । অর্থাৎ হাতে হাতে যেন স্পর্শ না হয় তাই গ্লাভস পরুন ।
  • ৭০ % টাকা যেটা হচ্ছে পঞ্চায়েতের । কিন্তু ৩০ % টাকা জেলা পরিষদ আর পঞ্চায়েত  পাবে । এই টাকা আমরা দেব ।
  • যেহেতু জেলা পরিষদ অনেক বড় । ডি এম হাতে আমরা ৫ হাজার টাকার একটি প্রজেক্ট দিচ্ছি । চাষবাস , গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন কাজ এই টাকায় ডিএম সরাসরি করবে ।
  •  আপনারা কাজ শুরু করুন । মৎস্য দপ্তর , বাংলার আবাস যোজনা প্রভৃতি ক্ষেত্রে কাজ করুন ।
  • ১০ লক্ষ আবাস যোজনা পেতে চলেছে আগামী তিন মাসের মধ্যে । 
  • আমরা শ্রমিক আইন মানবো । এক একটা শ্রমিককে আট ঘণ্টার বেশি কাজ করাবো না । অন্য রাজ্যের মত যা খুশি করব না ।
  • বাংলার গ্রামীণ সড়ক যোজনা এটাও আপনাদের  পূজার আগে শেষ করতে হবে । এর জন্য আরও বেশি শ্রমিক লাগবে । 
  • এক একটা জেলা রত্ন গর্ভা । স্বনির্ভর দলগুলিকে কাজে লাগান । 
  • মনে রাখবেন আমরা তিন বছরের আগাম অর্ডার দিয়ে রেখেছি স্বনির্ভর দলগুলিকে ।
  • আমরা কোন রিস্ক না নিয়ে ১১ লক্ষ কিষান ক্রেডিট কার্ড করে দিচ্ছি ।
  • চাষির যদি ধান নষ্ট হয়ে যায় । সেই টাকা কৃষক পাবে ।
  • কৃষক বন্ধু স্কিমে ২৫০০ প্রতি একরে টাকা তাড়াতাড়ি ছেড়ে দিন । কোন ভুল থাকলে সেগুলি ডিএম দেখুন ।
  • এতে গ্রামের অর্থনিতি বাড়বে । গ্রামের জাগরন । মনে রাখবেন এটা আগামী দিনের ভবিষ্যৎ ।
  • যাদের বিশেষ দক্ষতা আছে । তাদের কাজে লাগান । 
  • যারা বাইরে থেকে আসছে তারা যেন বাড়িতেই বিস্রাম নেই । আমরা আগে টেস্ট করবো । যদি করোনা  নেগেটিভ হয় তাহলে ঘরে থাকবেন । 
  • জেলা শাসকদের আইডিয়া দিতে হবে । আমি মনে করি জেলা শাসকদের মর্যাদা দিয়ে কাজ করা উচিত । 
  • ডেঙ্গু যাতে না হয় তার ব্যবস্থা নিন । জল জমে যেন না থাকে । সেগুলোকে পরিস্কার করতে হবে ।
  • ঘরে ঘরে ডেঙ্গুর জন্য সার্ভে করতে হবে । আর আশার মেয়েদের জন্য ভাবছি মাস্ক , হাতের গ্লাভস এবং একটি চাদর বানিয়ে দেব । যাতে কোন জীবাণু আক্রমন করতে না পারে ।
  • আমাদের যারা স্বাস্থ্য কর্মী রয়েছে এদের সবার জন্য ১০ লক্ষ টাকার ইন্সিউরেন্স করেছি । যারা মারা গিয়েছেন তারা ১০ লক্ষ টাকা পেয়ছেন । 
  • কেউ কাজ করতে করতে মারা গেলে যেন তার পরিবার  বিপদে না পরে  । 
  • গ্রিন জোনেও টেস্ট করতে হবে । আগে কলেরা হলে বাড়িতে ঢুকতে দিত না । করোনাতেও কোন সিরিয়াস পেসেন্ট ছাড়া মারা যায় না ।
  • বাড়িতে থাকুন । সেটা অনেক বেশি সুরক্ষিত থাকবে । নিজেকে আলাদা রাখবেন 
  • রমজান মাস চলছে । অনেকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে । কেউ যেন কোথাও দাঙ্গাতে উত্তেজনা ছড়াতে না পারে । কিছু রাজনৈতিক দল আছে যারা বাংলায় দাঙ্গা করে বেরায় ।
  • ফেসবুক টুইটারে একজন করে নোডাল অফিসার রাখুন ।  তারা নজর রাখবে সোশ্যাল মিডিয়ায় ।
  • আমরা বেশি কাজ করি তাই একটু গালাগালি বেশি খেতে হয় । কিন্তু কাজের যেন কোন ত্রুটি না হয় ।
  • ১৯ ও ২০ তারিখ একটি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে । যদিও খুব একটা ক্ষতি হবে না বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে । তাও সাবধান করা হচ্ছে ।
  • তেলেনিপারাতে যাদের ঘরবাড়ি পুরে গেছে তার লিস্ট পাঠান । তাদের তাড়াতাড়ি হেল্প করে দেন যাদের ঘর ভাঙ্গা বা  পুড়িয়ে দেওয়া হয়েছে । 
  • আমাদের কাছে সবাই সমান  । কেউ যেন কোন ফেক খবর ছড়াতে না পারে সেদিকে নজর রাখুন । 

- ১৩ ই মে ২০২০ মুখ্যমন্ত্রীর নবান্নে বৈঠকের বার্তা 



CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020


খবরটি শেয়ার করুন







রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 










4 Comments

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post