নবান্নে মুখ্যমন্ত্রীর কি বললেন করোনা পরিস্থিতি মোকাবিলায়
মুখ্যমন্ত্রী বললেন -
করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের কাজ -
- করোনা মোকাবিলা করতে গিয়ে অন্যরোগের চিকিৎসা থেকে যেন মানুষ বঞ্চিত না হয় ।
- যারা বাইরে থেকে আসছে তাদের স্বাস্থ্য চিকিৎসা করতে হবে । তারপর তাদের যদি করোনার কোন লক্ষন না থাকে তাদের হোম কোয়ারন্টিনে থাকার অনুরোধ ।
- ১০০ দিনের কাজ এ বিশেষ নজর দিতে হবে ।
- কোন মানুষ যেন অনাহারে মারা না যায় ।
- আমরা জেলাভিত্তিক কি কাজ করব সম্পর্কে সমস্ত ডিএম কে তথ্য দেওয়া আছে । এখন জেলা পরিষদ কে সেই কাজগুলোকে বাস্তবে প্রয়োগ করতে হবে ।
- ১০০ দিনের কাজে লাগান যারা বাইরে থেকে আসছে । যত বেশি সংখ্যক শ্রমিক কাজে লাগাতে পারেন লাগান ।
- ডি এম দের লক্ষ্য রাখুন কেউ যেন জয়বাংলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় একইসাথে অন্য কোন মানুষ যেন এর কোনরকম সুযোগ না নেয় । মনে রাখবেন এখানে কোন জেলাপরিষদ বা পঞ্চায়েতের কোন পয়সা নেই । পুরো টাকাটি সেই ব্যাক্তিই পাবে । তাই সেখানে যেন কেউ ভাগ না বসায় ।
- আমারা বাংলা কে এগিয়ে নিয়ে যাবো ।
- গ্রাম বাংলার অর্থনিতির জাগরন করতে হবে ।
- করোনা মোকাবিলাও করবো , মানুষের পাশেও থাকব ।
- অর্ধেক লোক নিয়ে বাস চলবে । সরকারী বাস কম ভাড়ায় চালাব । কিন্তু বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া কম নেওয়া সম্ভব নয় ।
- রেড জোনের তিনটি ভাগ করুন । A , B , C ।
- করোনাতে মোকাবিলাতে ভয় পাওয়ার কিছু নেই ।
- আমাদের এখানে ২৫ % মানুষকে ভালো করে দিয়েছি । আশা কর্মিরা অনেক কাজ করছে । তারা জীবনের ঝুঁকি নিয়ে ৫ কোটির উপর স্ক্রিনিং করেছেন ।
- ১০ জুনের পর স্কুল খুলে যাবে । তারপর আইসিডিএস কর্মীরা কাজ করবে ।
- দুহাত পর পর দাঁড়ান । কিচ্ছু হবে না । একটা মাস্ক পরবেন । আপনার নিঃশ্বাস থেকে আর একজনের নিঃশ্বাসে যেন না ছড়ায় ।
- মানুষে মানুষে বিচ্ছেদ করা যায় না । কিন্তু মাস্ক পড়তে হবে ।
- যারা সবজি বিক্রি করছেন । অর্থাৎ হাতে হাতে যেন স্পর্শ না হয় তাই গ্লাভস পরুন ।
- ৭০ % টাকা যেটা হচ্ছে পঞ্চায়েতের । কিন্তু ৩০ % টাকা জেলা পরিষদ আর পঞ্চায়েত পাবে । এই টাকা আমরা দেব ।
- যেহেতু জেলা পরিষদ অনেক বড় । ডি এম হাতে আমরা ৫ হাজার টাকার একটি প্রজেক্ট দিচ্ছি । চাষবাস , গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন কাজ এই টাকায় ডিএম সরাসরি করবে ।
- আপনারা কাজ শুরু করুন । মৎস্য দপ্তর , বাংলার আবাস যোজনা প্রভৃতি ক্ষেত্রে কাজ করুন ।
- ১০ লক্ষ আবাস যোজনা পেতে চলেছে আগামী তিন মাসের মধ্যে ।
- আমরা শ্রমিক আইন মানবো । এক একটা শ্রমিককে আট ঘণ্টার বেশি কাজ করাবো না । অন্য রাজ্যের মত যা খুশি করব না ।
- বাংলার গ্রামীণ সড়ক যোজনা এটাও আপনাদের পূজার আগে শেষ করতে হবে । এর জন্য আরও বেশি শ্রমিক লাগবে ।
- এক একটা জেলা রত্ন গর্ভা । স্বনির্ভর দলগুলিকে কাজে লাগান ।
- মনে রাখবেন আমরা তিন বছরের আগাম অর্ডার দিয়ে রেখেছি স্বনির্ভর দলগুলিকে ।
- আমরা কোন রিস্ক না নিয়ে ১১ লক্ষ কিষান ক্রেডিট কার্ড করে দিচ্ছি ।
- চাষির যদি ধান নষ্ট হয়ে যায় । সেই টাকা কৃষক পাবে ।
- কৃষক বন্ধু স্কিমে ২৫০০ প্রতি একরে টাকা তাড়াতাড়ি ছেড়ে দিন । কোন ভুল থাকলে সেগুলি ডিএম দেখুন ।
- এতে গ্রামের অর্থনিতি বাড়বে । গ্রামের জাগরন । মনে রাখবেন এটা আগামী দিনের ভবিষ্যৎ ।
- যাদের বিশেষ দক্ষতা আছে । তাদের কাজে লাগান ।
- যারা বাইরে থেকে আসছে তারা যেন বাড়িতেই বিস্রাম নেই । আমরা আগে টেস্ট করবো । যদি করোনা নেগেটিভ হয় তাহলে ঘরে থাকবেন ।
- জেলা শাসকদের আইডিয়া দিতে হবে । আমি মনে করি জেলা শাসকদের মর্যাদা দিয়ে কাজ করা উচিত ।
- ডেঙ্গু যাতে না হয় তার ব্যবস্থা নিন । জল জমে যেন না থাকে । সেগুলোকে পরিস্কার করতে হবে ।
- ঘরে ঘরে ডেঙ্গুর জন্য সার্ভে করতে হবে । আর আশার মেয়েদের জন্য ভাবছি মাস্ক , হাতের গ্লাভস এবং একটি চাদর বানিয়ে দেব । যাতে কোন জীবাণু আক্রমন করতে না পারে ।
- আমাদের যারা স্বাস্থ্য কর্মী রয়েছে এদের সবার জন্য ১০ লক্ষ টাকার ইন্সিউরেন্স করেছি । যারা মারা গিয়েছেন তারা ১০ লক্ষ টাকা পেয়ছেন ।
- কেউ কাজ করতে করতে মারা গেলে যেন তার পরিবার বিপদে না পরে ।
- গ্রিন জোনেও টেস্ট করতে হবে । আগে কলেরা হলে বাড়িতে ঢুকতে দিত না । করোনাতেও কোন সিরিয়াস পেসেন্ট ছাড়া মারা যায় না ।
- বাড়িতে থাকুন । সেটা অনেক বেশি সুরক্ষিত থাকবে । নিজেকে আলাদা রাখবেন
- রমজান মাস চলছে । অনেকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে । কেউ যেন কোথাও দাঙ্গাতে উত্তেজনা ছড়াতে না পারে । কিছু রাজনৈতিক দল আছে যারা বাংলায় দাঙ্গা করে বেরায় ।
- ফেসবুক টুইটারে একজন করে নোডাল অফিসার রাখুন । তারা নজর রাখবে সোশ্যাল মিডিয়ায় ।
- আমরা বেশি কাজ করি তাই একটু গালাগালি বেশি খেতে হয় । কিন্তু কাজের যেন কোন ত্রুটি না হয় ।
- ১৯ ও ২০ তারিখ একটি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে । যদিও খুব একটা ক্ষতি হবে না বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে । তাও সাবধান করা হচ্ছে ।
- তেলেনিপারাতে যাদের ঘরবাড়ি পুরে গেছে তার লিস্ট পাঠান । তাদের তাড়াতাড়ি হেল্প করে দেন যাদের ঘর ভাঙ্গা বা পুড়িয়ে দেওয়া হয়েছে ।
- আমাদের কাছে সবাই সমান । কেউ যেন কোন ফেক খবর ছড়াতে না পারে সেদিকে নজর রাখুন ।
- ১৩ ই মে ২০২০ মুখ্যমন্ত্রীর নবান্নে বৈঠকের বার্তা
CLICK HERE TO DOWNLOAD - BANGLA CALENDER 2020
খবরটি শেয়ার করুন
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
আমাদের বাড়ি নেওয়ার ব্যবস্থা করো
ReplyDeleteGood
ReplyDeleteGood luck
ReplyDeleteDidi good Decision and god bless you
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন