আজ পঞ্চম দফার আর্থিক প্যাকেজের ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
Nirmala Sitharaman address a press conference on the 5th and last tranche of announcements under Aatma nirbhar Bharat : আর কিছুক্ষনের মধ্যেই পঞ্চম দফা তথা শেষ দফা আর্থিক প্যাকেজের ঘোষণা করবেন । প্রধানমন্ত্রী তার ভাষণে করোনা মোকাবিলায় দেশবাসির জন্য ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করেন । এবং তিনি জানিয়েছিলেন এই প্যাকেজের বিস্তারিত তথ্য অর্থমন্ত্রকের তরফে দেওয়া হবে।
সেইমত গত চারদিন ধর্বে অর্থমন্ত্রী প্রতিদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই প্যাকেজের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন । এবং PIB টুইট করে জানিয়েছে আজ সকাল ১১ টায় অর্থমন্ত্রি নির্মলা সীতারামন পঞ্চম দফা আর্থিক প্যাকেজের ঘোষণা করতে চলেছেন ।
এর আগের চারটি ঘোষণায় তিনি বিভিন্ন ক্ষেত্রে তথা কৃষি , শিল্প , প্রতিরক্ষা সব ক্ষেত্রেই কিছু কিছু ঘোষণা করেছেন । তাদের মধ্যে অন্যতম ঘোষণা হল এক দেশ এক রেশন । এই বিষয়টি নিয়ে দেশের মানুষ যথেষ্ট আশাবাদী । আগামী দিনে এই ঘোষণা কার্যকরি হলে আজ যেখানে দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা রাস্তা ঘাটে মারা জাচ্ছেন সেই চিত্র হয়ত আগামীদিনে আর দেখা যাবে না ।
এখনও পর্যন্ত যা ঘোষণা হয়েছে সেখানে দেখা যাচ্ছে অর্থমন্ত্রি বিভিন্ন ক্ষেত্রে ঋন দানের কথা বলেছেন । এখানেই একটি প্রশ্ন উঠছে , এটা ভালো কথা যে শিল্প ক্ষেত্রকে চাঙ্গা করার জন্য ঋণদান করেছেন । কিন্তু সমস্যা হল যদি দেশের মানুষের হাতেই টাকা না থাকে তাহলে শিল্পজাত দ্রব্য কিনবে কে ?
তাই আজ সারা দেশের চোখ অর্থমন্ত্রীর শেষ দফা ঘোষণার দিকে । আজ কি কোন খুশির খবর আসতে চলেছে দেশের গরীব মানুষদের জন্য ।
দারুণ
ReplyDeleteAmra parinai sramik garibder kathata aktu vabben.
ReplyDeleteআমরা দুজন বন্ধ কিছু ব্যাবসা করতে চায় আমরা কলেজ এ পড়ি এই ফাঁকে কিছু ব্যাবসা করতে চায় তো আমরা কিছু সাহায্য বা লোন নিতে চায় মোটা মোটি ৫০০০০ হাজার টাকা ব্যাবসা তে যা লাভ হবে সব দিয়ে দিব ৯১৪৪৭৮৬৭১৭
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন