দেখুন আপনার জেলায় আম্ফান কতটা ক্ষতি করবে ?
Cyclonic storm AMPHAN Cross over West Bengal by 20th evening : দক্ষিন
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বাংলার জন্য ক্রমশই ভয়ের কারন হয়ে দাঁড়াচ্ছে ।
বর্তমানে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিনত হয়েছে । প্রথমদিকে ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর
দিকে হলেও বর্তমানে সে তার দিক পরিবর্তন করে উত্তর পশ্চিমদিকে এগিয়ে আসছে । আর
যেটিই চিন্তার কারন হয়ে উঠেছে বাংলার ।
ভারতীয়
আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আম্ফান সাইক্লোন দক্ষিন বঙ্গোপসাগরে অবস্থান করছে ।
এবং ১৮ ই মে নাগাদ এটি ভয়ানক সাইক্লোনে পরিনত হবে । যেভাবে ঘূর্ণিঝড়টি এগোচ্ছে
তাতে আগামী ২০ শে মের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে হাজির হবে ।
আম্ফানের
বর্তমান বেগ ১১০ কিমি । তবে যত সময় এগোবে এই ঝড় নিজের শক্তি সঞ্চয় করে ১৭০ থেকে
১৮০ কিমি গতিবেগ আয়ত্ত করতে পারে । সর্বোচ্চ গতিবেগ ২০০ কিমি পর্যন্ত হতে পারে ।
সোমবার থেকে ভয়ঙ্কর চেহারা নিতে চলেছে এই আম্ফান । ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রী
এই ঝড় মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন । কেন্দ্র সরকারকে তিনি অনুরোধ করেছেন এই
মুহূর্তে যেন উপকুল বরাবর কোন ট্রেন চালানো না হয় ।
ইতিমধ্যেই
ওড়িশা এবং বাংলার যারা মৎস্যজীবী রয়েছে তাদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যপারে
নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । যারা ইতিমধ্যে চলে গেছে তাদের ফিরে আসতে বলা হয়েছে ।
আলিপুর
আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আম্ফান ঝড়ের কারনে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিন বঙ্গে অতি বৃষ্টির সহিত ঝড় উঠবে
। এই জেলা গুলির মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিন ২৪ পরগণা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
, কলকাতা , হুগলী এবং হাওড়া ।
Cyclonic storm AMPHAN lies over South-East Bay of Bengal. To intensify into very severe cyclonic storm by 18th May and cross West Bengal and Bangladesh coast by 20th evening pic.twitter.com/uYcijKCbFG— India Met. Dept. (@Indiametdept) May 17, 2020
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন