প্রত্যেক মাটির কলসিতে লেখা করোনা থেকে সাবধান
KVIC Potters Drawing Attention with their Unique Campaign to Prevent the Spread of COVID19 : বর্তমানে দেশের মানুষ করোনা মোকাবিলায় তাদের মত করে এগিয়ে আসছে । কেউ অর্থ দিয়ে সাহায্য করছেন , তো কেউ গরীবকে খাবার খাইয়ে । সকলেই তারমত করে চেষ্টা করছেন এই কঠিন পরিস্থিতিতে কিভাবে দেশকে সুরক্ষিত রাখা যায় ।
অনেকমানুষ সচেতন করছেন করোনা সম্বন্ধে , করোনার ভয়াবহতা সম্বন্ধে । মানুষকে ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে বিভিন্নভাবে । আর এবার একটি অনবদ্য আইডিয়া নিয়ে মানুষকে সচেতন করে দেশের নজর কাড়লেন রাজস্থানের মাটির KVIC কলসি নির্মানকারী ।
রাজস্থানের কিসানগঞ্জ গ্রামের KVIC কলসি নির্মানকারী তাদের প্রত্যেকটি কলসিতে একটি করে করোনা সচেতনতায় বার্তা লিখে দিয়েছেন । প্রত্যেকটি মাটির কলসিতে লিখেছেন করোনা সচেতনতার বার্তা । কোনও কলসিতে লেখা আছে করোনা থেকে সাবধান , তো কোন কলসিতে লেখা আছে মাস্ক পরুন । আবার কোন কলসিতে লেখা আছে বাড়িতে থাকুন সুস্থ থাকুন ।
তাদের এই কলসিতে লেখার উদ্দেশ্য হল যেন প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে যায় । এবং এই ভাবনাটি দেশ জুড়ে প্রশংশিত হয়েছে । এর মাধ্যমে তারা এটা সুনিশ্চিত করতে পেরেছে যে পরিবারে এই কলসি যাবে সেই পরিবারের সদস্যরা দিনে অন্তত চার পাঁচবার এই সাবধানবানী দেখতে পাবেন ।
KVIC চেয়ারম্যান জানিয়েছে এই পদক্ষেপ করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে । এবং অন্য মানুষদেরও উৎসাহ যোগাবে কিছু নতুন ভাবার ।
কিসানগঞ্জের এই কুমোররা "কুমোর সশক্তিকরন স্কিমের" সুবিধার মাধ্যমে নিজেদের স্বনির্ভর করে তুলেছেন । এই স্কিম দেশের বিভিন্ন রাজ্যে চালু রয়েছে । যথা - রাজস্থান , উত্তরপ্রদেশ , পশ্চিমবঙ্গ , হিমাচল প্রদেশ , হারিয়না , আসাম , গুজরাত , তামিলনাড়ু , ওড়িশা ।
রাজস্থানের বেশ কিছু জেলা "কুমোর সশক্তিকরন প্রোগ্রামের" সুবিধা পেয়েছে । এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল কুমোর জাতীর জীবনযাপনকে সুস্থ ও সুন্দর করে তোলা । একইসাথে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা । যা এই প্রোগ্রামের ফলে অনেকখানি সম্ভব হয়েছে ।
এই প্রোগ্রামের মাধ্যমে কুমোরদের KVIC ( খাদি এণ্ড ভিলেজ ইন্ড্রাস্ট্রিজ কমিশন ) প্রায় ১৪ হাজার ইলেকট্রিক চাকা প্রদান করেছে যা দিয়ে তারা মাটির কলসি নির্মান করতে পারবে খুব তাড়াতাড়ি এবং খুবই সহজে । KVIC চেয়ারম্যান জানিয়েছেন এর দ্বারা প্রায় ৬০ হাজার পরিবার উপকৃত হয়েছেন ।
Krisna Ghosh
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন