Full List of Special Trains that will Run from Tomorrow : ১২ ই মে থেকে চলবে ট্রেন । ট্রেনের টিকিট বুকিং কেবল আইআরসিটিসি–র ওয়েবসাইট থেকেই করা যাবে । ১১ মে বিকেল ৪ থেকে আইআরসিটিসি–রওয়েবসাইটে টিকিট কাটা যাবে এমনটাই জানিয়েছিল রেল । কিন্তু বিকেল ৪ টের পর থেকে কাটা যাচ্ছে না টিকিট ।
ভারতীয় রেলের তরফ থেকে টুইট করে জানানো হয় –"আইআরসিটিসি–র ওয়েবসাইটে স্পেশ্যাল ট্রেনের ডাটা ফিড করা হচ্ছে খুব শীঘ্রই টিকিট বুকিং শুরু করা হবে ।" রেলের তরফ থেকে জানানো হয়েছে ওয়েবসাইট হ্যাং হয়ে গিয়েছে । ফের ৬ টার পর থেকে শুরু হবে টিকিট বুকিং করা ।
কাল কোন কোন ট্রেন চলবে ?
নিচের ছবিতে দেওয়া হল কাল কোন কোন ট্রেন চলবে । আপনি চাইলে এই লিস্ট DOWNLOAD বোতামে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন ।
এই লিস্ট ডাউনলোড করতে পাশের DOWNLOAD বোতামে ক্লি করুন - DOWNLOAD
কিছু নিয়ম যা আপনাকে মানতেই হবে -
এই ট্রেনের যাত্রায় রেলের তরফ থেকে কিছু শর্ত রাখা হয়েছে –
1.যাত্রীদের ট্রেনের সময়ের ২ ঘন্টা আগে স্টেশনে পৌছাতে হবে ।
2.যে যাত্রীদের কাছে কনফার্ম টিকিট থাকবে কেবল তারাই যেতে পারবে ।
3.সমস্ত যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক না হলে কাপড় দিয়ে মুখ ঢাকতে হবে ।
4. প্রত্যেক যাত্রীকে স্কিনিং এর মধ্যে দিয়ে যেতে হবে ।
5.সামজিক দূরত্ব বজায় রাখতে হবে ।
6.করোনার লক্ষণ থাকলে ট্রেনে যাত্রা করতে দেওয়া যাবে না ।
7.যাত্রীদের ফোনে আরোগ্য সেতু আপ টি থাকা বাধ্যতামূলক ।
8.যাত্রীদের রাস্তার খাবার বা জল মিলবে না ।
খবরটি শেয়ার করুন
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন