আরোগ্য সেতু IVRS এবার ফিচার ফোন এবং ল্যান্ডলাইন ফোনেও
আরোগ্য সেতু IVRS এবার ফিচার ফোন এবং ল্যান্ডলাইন ফোনেও |
Aarogya Setu IVRS for Feature Phones and Landlines : দেশের সরকার করোনা মোকাবিলায় আরোগ্য সেতু নামে একটি অ্যাপ তৈরি করেছে । যা দেশে অন্যতম সাড়া ফেলেছে । এই অ্যাপটি আপনাকে করোনা আক্রান্ত রোগীর থেকে দূরে রাখবে । এমনকি আপনি যখনই করোনা আক্রান্ত মানুষের সংস্পর্শে আসবেন আপনাকে এই অ্যাপ এর মাধ্যমে সচেতন করে দেওয়া হবে ।
সরকারী তথ্য অনুসারে এখনও পর্যন্ত ১.৪ লক্ষ মানুষকে এই অ্যাপ এর দ্বারা করোনা আক্রান্ত মানুষের সংস্পর্শ থেকে সচেতন করা গেছে । কিন্তু এই আরোগ্য সেতু অ্যাপটি শুধুমাত্র ANDROID এবং আই ও এস ফোনের জন্য ।
কিন্তু দেশের একটি বিশাল অংশের মানুষ এখনও পর্যন্ত ফিচার ফোন ব্যবহার করে থাকেন । তাহলে তারা কিভাবে এই আরোগ্য সেতু অ্যাপ এর সুবিধা পাবেন । সেই কথা মাথায় রেখে এবার কেন্দ্র সরকার নিয়ে এল ফিচার ফোন এবং ল্যান্ডলাইনের জন্য শুরু হল আরোগ্য সেতু IVRS । এর মাধ্যমে আপনি আপনার ফিচার ফোন অথবা ল্যান্ডলাইন ফোনের মাধ্যমেও আরোগ্য সেতু অ্যাপ এর সুবিধা পেয়ে যাবেন ।
এবং সব থেকে সুবিধা হল আপনি আপনার আঞ্চলিক ভাষাতেই এই তথ্য পেয়ে যাবেন । এখনও পর্যন্ত দেশের ১১ টি আঞ্চলিক ভাষায় এই তথ্য সরবরাহ করা হবে । তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আরোগ্য সেতু IVRS এর সুবিধা নেবেন ?
আরোগ্য সেতু IVRS কিভাবে ব্যবহার করবেন ?
প্রথমে আপনাকে আপনার ফিচার ফোন অথবা ল্যান্ডলাইন থেকে ১৯২১ নম্বরে মিস কল দিতে হবে ।
কল কাটার সাথে সাথে আপনার মোবাইলে একটি অটোম্যাটিক কল আসবে । সেখানে আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে । যে প্রশ্নগুলি যখন কেউ Android ফোন থেকে আরোগ্য সেতু অ্যাপটিকে ডাউনলোড করে তখন এই একই প্রশ্ন জিজ্ঞেস করা হয় । সেই প্রশ্নের সকল উত্তর দেওয়ার পর আপনার কাছে সাথে সাথে একটি মেসেজ চলে আসবে ।
এবং সেই মেসেজে আপনাকে আপনার এলাকা করোনা ভাইরাস থেকে কতটা সুরক্ষিত বা আপনার কাছা কাছি কোন করোনা আক্রান্ত মানুষ আছে কিনা সকল তথ্য জানিয়ে দেওয়া হবে ।
আপনাকে মেসেজ আপনি আপনার পরিবারকে কিভাবে সুরক্ষিত রাখবেন সেই সংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে । এবং এই সকল তথ্য আপনি সেই ভাষাতেই পাবেন যে ভাষায় আপনি তথ্য সরবরাহ করেছিলেন ।
#AarogyaSetu IVRS platform has been enabled for feature phones and landlines, on giving a missed call on the number 1921, a return call will be given and further assistance will be given— PIB India #StayHome #StaySafe (@PIB_India) May 11, 2020
- Chairman, Empowered Group 9 #IndiaFightsCorona pic.twitter.com/qEuvGYKabp
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন