বিভিন্ন যোজনার সুবিধা পেতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে জন ধন অ্যাকাউন্টে রুপান্তর করুন

How to open jan dhan account



How to open jan dhan account or transfer your savings account to Jan dhan account : করোনা মোকাবিলায় আজ দীর্ঘদিন ধরে দেশে লকডাউন চলছে দেশে কোন কাজ নেই সকল কারখানা বন্ধ অর্থনীতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এমতাবস্তায় দেশের গরীব মানুষের কিভাবে চলবে ? এই কথা মাথায় রেখে দেশ এবং রাজ্যের সরকার বেশকিছু সরকারী প্রকল্পের ঘোষণা করেছেন এবং আগামীতেও করবেন 

 

এর মাধ্যমে সরকার দেশের গরীব মানুষের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছে যেমন একদিকে উজালা যোজনায় গ্যাসের মিলছে সম্পুর্ন বিনামূল্যে তেমনই দেশের লক্ষ কোটি আকাউন্টে পাঠানো হচ্ছে টাকা

 

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার অন্তর্গত ৫০০ টাকার দ্বিতীয় কিস্তিও পেয়ে গেছে দেশের মানুষ কিন্তু এই টাকা শুধুমাত্র জন ধন আকাউন্টে পাঠানো হচ্ছে এমতাবস্তায় দেশের অনেক গরীব মানুষের জন ধন আকাউন্ট না থাকার কারনে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন !

 

কিন্তু আপনি কি জানেন আপনি খুব সহজেই আপনার সেভিংস আকাউন্টটিকে খূব সহজেই জন ধন আকাউন্টে পরিণত করতে পারেন ? এবং কেন্দ্র সরকারের পাঠানো এই ৫০০ টাকার কিস্তি পেতে পারেন ! এবং পেয়ে যেতে পারেন সরকার প্রদত্ত অন্যান্য সুবিধা !

 

জন ধন আকাউন্টের কী কী সুবিধা রয়েছে ?

 

আপনি কি জানেন জন ধন আকাউন্টের অনেক সুবিধা রয়েছে ?

. এই আকাউন্টে জমানো টাকায় নির্দিস্ট হারে সুদ পাবেন

. এই আকাউন্টে মোবাইল ব্যাংকিং এর সুবিধা রয়েছে

. এর একটি অন্যতম সুবিধা হল এই আকাউন্টে  ১০ হাজার টাকার ওভারড্রাফট দেওয়া হয় ? অর্থাৎ আপনার আকাউন্টে একটি টাকা না থাকলেও ১০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন অনেকটা ক্রেডিট কার্ডের মত ! এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে জন ধন আকাউন্টে তবে এর জন্য আপনার আকাউন্টটিকে নিয়মিত রক্ষনাবেক্ষন করতে হবে


. প্রধানমন্ত্রী জন ধন যোজনা আপনাকে দুলক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা দেবে

. এর বাইরেও ৩০ হাজার টাকার লাইফ কভারেজ দেওয়া হয় ( কিছু শর্ত রয়েছে বিস্তারিত তথ্য পেতে ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করুন

. জন ধন আকাউন্টে ন্যুনতম ব্যালেন্স রাখার কোন বাধ্যবাধকতা নেই তবে আপনি যদি চেকবুক এবং অন্যান্য সুবিধা পেতে চান তাহলে ব্যাঙ্কের নির্ধারিত ন্যুনতম ব্যালেন্স রাখতে হবে

৭. বেশিরভাগ ক্ষেত্রে দেশ তথা রাজ্যের সকল সরকারী প্রকল্পের সুবিধা এই আকাউন্টের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ।


 

 

 

তাই আর দেরি না আজই খুলে ফেলুন নতুন জন ধন আকাউন্ট অথবা আপনার পুরনো সেভিং আকাউন্ট টিকে জন ধন আকাউন্টে রূপান্তর করে ফেলুন

 

এই আর্টিকেলে আমরা এটাই জানবো কিভাবে একটি নতুন জন ধন আকাউন্ট খুলবেন ? অথবা কিভাবে নিজের সেভিংস আকাউন্টটিকে খুব সহজেই রুপান্তর করে জন ধন আকাউন্টে পরিণত করবেন ?

 

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর পাঠানো টাকা আপনার ব্যাঙ্কে ঢুকে গেছে , জানুন কিভাবে পাবেন এই টাকা ?


প্রধানমন্ত্রী জন ধন যোজনায় কিভাবে জন ধন আকাউন্ট খুলবেন ?


জন ধন আকাউন্ট খোলার জন্য অনলাইনে কোন সিস্টেম নেই আপানাকে এই আকাউণ্ট অফলাইনেই খুলতে হবে এরজন্য আপনাকে  নিকটবর্তী যেকোন ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করতে হবে আপনার এলাকায় যেসকল কাস্টমার সার্ভিস পয়েন্ট ( CSP ) রয়েছে সেখান থেকেও আপনি এই আকাউন্ট খুলতে পারেন

ব্যাঙ্ক এর যেকোন শাখায় অথবা যেকোনো CSP তে গিয়ে আপনাকে নির্দিস্ট ফর্ম পূরণ করতে হবে ফর্মের জিজ্ঞাস্য সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে ব্যাঙ্কের শাখায় সেই ফর্ম জমা দিন সাথে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট যথা দিতে হবে যথাআধার কার্ড , প্যান কার্ড , ভোটার কার্ড , রেশন কার্ড , ড্রাইভিং লাইসেন্স , জব কার্ড ইত্যাদি

 

 

কিভাবে পুরনো সেভিং আকাউন্ট টিকে জন ধন আকাউন্টে রূপান্তর করবেন ?

খুবই সহজেই আপনি আপনার পুরনো আকাউন্টটিকে জন ধন আকাউন্টে রূপান্তর করতে পারেন যথা

. ব্যাঙ্কের যেকোনো শাখায় যান

. আপনি একটি দরখাস্ত করুন এই মর্মে যে আপনি আপনার সেভিং আকাউন্টটিকে জন ধন আকাউন্টে পরিণত করতে চান

. সাথে সাথে রূপে ডেবিট কার্ডের ( RUPAY DEBIT CARD ) জন্য আবেদন করুন

. আপনার সেভিং আকাউন্টটি জন ধন আকাউন্টে পরিণত হবে

 

আপনার আকাউন্টটি জন ধন আকাউন্টে পরিণত হওয়ার সাথে সাথে আপনি এই আকাউন্টে সরকার প্রদত্ত সকল সুবিধা পেতে শুরু করবেন এমনকি বর্তমানে এবং আগামীতে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত সুবিধা ভোগ করতে পারবেন ।

 

আরও পড়ুন : প্রধানমন্ত্রী গরীব কল্যান যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হল || জানুন কারা কবে পাবেন ?


রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



ভালো লাগলে লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করুন । 

  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 



 

 

 

  


Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post