বিভিন্ন যোজনার সুবিধা পেতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে জন ধন অ্যাকাউন্টে রুপান্তর করুন
How to open jan dhan account or transfer your savings account to Jan dhan account : করোনা মোকাবিলায় আজ দীর্ঘদিন ধরে দেশে লকডাউন চলছে । দেশে কোন কাজ নেই । সকল কারখানা বন্ধ । অর্থনীতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত । এমতাবস্তায় দেশের গরীব মানুষের কিভাবে চলবে ? এই কথা মাথায় রেখে দেশ এবং রাজ্যের সরকার বেশকিছু সরকারী প্রকল্পের ঘোষণা করেছেন এবং আগামীতেও করবেন ।
এর মাধ্যমে সরকার দেশের গরীব মানুষের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছে । যেমন একদিকে উজালা যোজনায় গ্যাসের মিলছে সম্পুর্ন বিনামূল্যে তেমনই দেশের লক্ষ কোটি আকাউন্টে পাঠানো হচ্ছে টাকা ।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার অন্তর্গত ৫০০ টাকার দ্বিতীয় কিস্তিও পেয়ে গেছে দেশের মানুষ । কিন্তু এই টাকা শুধুমাত্র জন ধন আকাউন্টে পাঠানো হচ্ছে । এমতাবস্তায় দেশের অনেক গরীব মানুষের জন ধন আকাউন্ট না থাকার কারনে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন !
কিন্তু আপনি কি জানেন আপনি খুব সহজেই আপনার সেভিংস আকাউন্টটিকে খূব সহজেই জন ধন আকাউন্টে পরিণত করতে পারেন ? এবং কেন্দ্র সরকারের পাঠানো এই ৫০০ টাকার কিস্তি পেতে পারেন ! এবং পেয়ে যেতে পারেন সরকার প্রদত্ত অন্যান্য সুবিধা !
জন ধন আকাউন্টের কী কী সুবিধা রয়েছে ?
আপনি কি জানেন জন ধন আকাউন্টের অনেক সুবিধা রয়েছে ?
১. এই আকাউন্টে জমানো টাকায় নির্দিস্ট হারে সুদ পাবেন ।
২. এই আকাউন্টে মোবাইল ব্যাংকিং এর সুবিধা রয়েছে ।
৩. এর একটি অন্যতম সুবিধা হল এই আকাউন্টে ১০ হাজার টাকার ওভারড্রাফট দেওয়া হয় ? অর্থাৎ আপনার আকাউন্টে একটি টাকা না থাকলেও ১০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন । অনেকটা ক্রেডিট কার্ডের মত ! এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে জন ধন আকাউন্টে । তবে এর জন্য আপনার আকাউন্টটিকে নিয়মিত রক্ষনাবেক্ষন করতে হবে ।
৪. প্রধানমন্ত্রী জন ধন যোজনা আপনাকে দুলক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা দেবে ।
৫. এর বাইরেও ৩০ হাজার টাকার লাইফ কভারেজ দেওয়া হয় । ( কিছু শর্ত রয়েছে । বিস্তারিত তথ্য পেতে ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করুন ।
৬. জন ধন আকাউন্টে ন্যুনতম ব্যালেন্স রাখার কোন বাধ্যবাধকতা নেই । তবে আপনি যদি চেকবুক এবং অন্যান্য সুবিধা পেতে চান তাহলে ব্যাঙ্কের নির্ধারিত ন্যুনতম ব্যালেন্স রাখতে হবে ।
৭. বেশিরভাগ ক্ষেত্রে দেশ তথা রাজ্যের সকল সরকারী প্রকল্পের সুবিধা এই আকাউন্টের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ।
তাই আর দেরি না আজই খুলে ফেলুন নতুন জন ধন আকাউন্ট অথবা আপনার পুরনো সেভিং আকাউন্ট টিকে জন ধন আকাউন্টে রূপান্তর করে ফেলুন ।
এই আর্টিকেলে আমরা এটাই জানবো কিভাবে একটি নতুন জন ধন আকাউন্ট খুলবেন ? অথবা কিভাবে নিজের সেভিংস আকাউন্টটিকে খুব সহজেই রুপান্তর করে জন ধন আকাউন্টে পরিণত করবেন ?
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর পাঠানো টাকা আপনার ব্যাঙ্কে ঢুকে গেছে , জানুন কিভাবে পাবেন এই টাকা ?
প্রধানমন্ত্রী জন ধন যোজনায় কিভাবে জন ধন আকাউন্ট খুলবেন ?
জন ধন আকাউন্ট খোলার জন্য অনলাইনে কোন সিস্টেম নেই । আপানাকে এই আকাউণ্ট অফলাইনেই খুলতে হবে । এরজন্য আপনাকে নিকটবর্তী যেকোন ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করতে হবে । আপনার এলাকায় যেসকল কাস্টমার সার্ভিস পয়েন্ট ( CSP ) রয়েছে সেখান থেকেও আপনি এই আকাউন্ট খুলতে পারেন ।
ব্যাঙ্ক এর যেকোন শাখায় অথবা যেকোনো CSP তে গিয়ে আপনাকে নির্দিস্ট ফর্ম পূরণ করতে হবে । ফর্মের জিজ্ঞাস্য সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে ব্যাঙ্কের শাখায় সেই ফর্ম জমা দিন । সাথে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট যথা দিতে হবে । যথা – আধার কার্ড , প্যান কার্ড , ভোটার কার্ড , রেশন কার্ড , ড্রাইভিং লাইসেন্স , জব কার্ড ইত্যাদি ।
কিভাবে পুরনো সেভিং আকাউন্ট টিকে জন ধন আকাউন্টে রূপান্তর করবেন ?
খুবই সহজেই আপনি আপনার পুরনো আকাউন্টটিকে জন ধন আকাউন্টে রূপান্তর করতে পারেন ।যথা –
১. ব্যাঙ্কের যেকোনো শাখায় যান ।
২. আপনি একটি দরখাস্ত করুন এই মর্মে যে আপনি আপনার সেভিং আকাউন্টটিকে জন ধন আকাউন্টে পরিণত করতে চান ।
৩. সাথে সাথে রূপে ডেবিট কার্ডের ( RUPAY DEBIT CARD ) জন্য আবেদন করুন ।
৪. আপনার সেভিং আকাউন্টটি জন ধন আকাউন্টে পরিণত হবে ।
আপনার আকাউন্টটি জন ধন আকাউন্টে পরিণত হওয়ার সাথে সাথে আপনি এই আকাউন্টে সরকার প্রদত্ত সকল সুবিধা পেতে শুরু করবেন । এমনকি বর্তমানে এবং আগামীতে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত সুবিধা ভোগ করতে পারবেন ।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী গরীব কল্যান যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হল || জানুন কারা কবে পাবেন ?
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
ভালো লাগলে লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করুন ।
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন