১ ই লা জুন থেকে খুলে যাচ্ছে মন্দির মসজিদ গির্জা
All mandir masjid and girja will be open from 1st june : করোনা ভাইরাসের প্রকোপ যত দিন এগিয়ে চলেছে ততই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা ।
অন্যদিকে শ্রমিক স্পেশাল ট্রেন করে ফিরছে রাজ্যের হাজার হাজার পরিযায়ী শ্রমিক । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রের বিরুদ্ধে । তিনি বলেছেন শ্রমিকরা আমাদের রাজ্যের মানুষ । কিন্তু শ্রমিক স্পেশাল ট্রেন এর নামে যে ট্রেন আসছে তা আসলে করোনা স্পেশাল ট্রেন ।
একটি সিটে ৩ জন করে ফিরছে । সোশ্যাল ডিস্টানসিং মানা হচ্ছে না । আমরা দুমাস অনেক ভালো লড়াই করেছি কিন্তু সবকিছু আমাদের হাতে নেই ।
তিনি এও জানিয়েছেন করোনার সাথে ঘুমাতে শিখুন । করোনাকে পাশবালিশ করে নিন।
তিনি জানিয়েছেন আগামী ১ ই লা জুন থেকে খুলে যাবে মন্দির মসজিদ গির্জার দরজা । তবে একসাথে দশজনের বেশি মানুষ প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । এবং ৮ ই জুন থেকে খুলে যাবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস ।
খুলে দেওয়া হবে জুট মিল গুলোকেও । মুখ্যমন্ত্রী জানিয়েছেন যেভাবে শ্রমিকদের গাদাগাদি করে ফেরানো হচ্ছে তাহলে মন্দির মসজিদ বা জুট মিল কি দোষ করলো ? সেগুলোও খুলুক ।
ভুটান গেট বন্ধ কবে খুলবে ভুটান গেট প্লিজ আমাদের কেউ সাহায্য করো
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন