|
এইমুহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা কত ? জেনে নিন |
Coronavirus Cases In India : সারা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে এই মুহুর্তে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬৬৮৪০ জন । মারা গিয়েছেন ১৬৮৯৩ জন । যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৮৫২২ জন নতুন করোনা আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে । এবং গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১৮ জন ।
৫৬৬৮৪০ জনের মধ্যে ২১৫১২৫ জন সক্রিয় চিকিৎসার মধ্যে রয়েছে । এখনও পর্যন্ত ৩৩৪৮২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।
অন্যদিকে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৭৯০৭ জন । যার মধ্যে সক্রিয় চিকিৎসার মধ্যে রয়েছেন ৫৫৩৫ জন । মারা গিয়েছেন ৬৫৩ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৭১৯ জন ।
CORONA UPDATE | TOTAL | ACTIVE | RECOVERED | DEATH |
INDIA | 566840 | 215125 | 334822 | 16893 |
CORONA UPDATE | TOTAL | ACTIVE | RECOVERED | DEATH |
WEST BENGAL | 17907 | 5535 | 11719 | 653
|
Please stay logdone
ReplyDeleteএখন বিশ্বে অন্য অসুখে মানুষ মারা যাওয়া বন্ধ সরকার ও গদি মিডিয়া গণনা হিসেবে
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন