পরিযায়ী মানুষদের ফেরাতে ১০০ টি ট্রেনের পরিকল্পনা রাজ্যের
পরিযায়ী মানুষদের ফেরাতে ১০০ টি ট্রেনের পরিকল্পনা রাজ্যের |
West Bengal Govt plans 100 trains to repatriate migrants : মুখ্যমন্ত্রী বিরাট ঘোষণা করলেন পরিযায়ী মানুষদের ফেরাতে ১০০ টি ট্রেনের পরিকল্পনা করছে রাজ্য । এর আগে বেশ কিছু অভিযোগ উঠেছিল রাজ্যের উপর । বিশেষত কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বারবার অভিযোগ করে এসেছেন রাজ্য পরিযায়ী মানুষ দের ফেরাতে উদ্যোগী নয় ।
আর আজ এইসকল জল্পনা উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করলেন । লকডাউনের জন্য
বিভিন্ন জাইগ্যা আটকে পরে আছে প্রায় লক্ষাধিক শ্রমিক । ইতি মধ্যেই তাদের ফেরানোর
জন্য ট্রেনের ব্যাবস্থা করা হয়েছে ।
মাননীয়া
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন –পরিযায়ী শ্রমিক যারা বাইরে আটকে পরে আছে সকলকেই
ফেরানো হবে । ধাপে ধাপে তাদের ফেরানো হবে । তারা ট্রেনে বাড়ি ফিরছে । আর তাদের
জন্য আরো ১০০ টি ট্রেনের ব্যাবস্থা করা হয়েছে ।
পরিযায়ী
শ্রমিকদের তিনি ধৈয্য ধরতে বলেছেন তাদেরকে ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে । কারণ
তাদেরকে হেলথ স্কিনিং করিয়ে তবেই বাড়ি পাঠানো হবে।
লকডাউন শুরু হবার
পর প্রায় ১ লক্ষ মানুষ বাংলায় এসেছে । বাসে প্রায় ৯০ হাজার মানুষ বাইরে থেকে এসেছে
। এক সাথে এতো লোন ঢোকানো য়ায় না । তাদের হেলথ চেকআপ না করিয়ে বাড়ি পাঠানো যাবে না
।
মুখ্যমন্ত্রী
জানান যারা ট্রেনে আসছেন তাদের সম্পর্কে তথ্য আছে কিন্তু যারা বাসে আসছেন তারা যেন
আগে থেকে জানিয়ে রাখে । তারা কটার সময় কোথায় আসছেন সেটা যেন জানিয়ে রাখে । যাতে
তাদের এবং রাজ্যবাসীর স্বার্থে তাদেরকে
হেলথ স্কিনিং করানো সম্ভব হয় ।
খবরটি শেয়ার করুন
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Amar name sk sajjat Ami Gujrat Ahmedabad a fese achi amar bare uluberia howrah te Ami bare jete chai plz amake niye jawar baboshta karun plz plz plz plz plz plz help me
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন