লকডাউন উঠবে না ১৭ ই মের পর শুরু হবে লকডাউন 4.0

Lockdown Extended After 17th May
লকডাউন উঠবে না ১৭ ই মের পর শুরু হবে লকডাউন 4.0


Lockdown Extended After 17th May :  প্রধানমন্ত্রী আজ ভাষণে জানালেন ১৭ ই মের পরও লকডাউন উঠবে না । তারপরও জারি থাকবে  , যাকে প্রধানমন্ত্রী বলেছেন লকডাউন 4.0 । লকডাউন 4.0 নতুন রুপ নতুন রঙে শুরু হবে ।

প্রধানমন্ত্রী জানিয়েছেন ১৭ ই মের পর লকডাউন আগামীতে কতদিন চলবে তার তথ্য ১৭ ই মের আগে জানিয়ে দেওয়া হবে ।

এবিষয়ে প্রথমে প্রত্যেক রাজ্যের কাছ থেকে তথ্য নেওয়া হবে । এবং নতুনভাবে শুরু হবে লকডাউন 4.0 যেখানে মানুষের সামাজিক দুরত্ব বজায় থাকবে , মানুষ মাস্কও পড়বে । তা সত্ত্বেও লক ডাউন 4.0 আগের লকডাউন গুলির থেকে সম্পুর্ন আলাদা হবে ।

ঠিক কিরকম হবে এবিষয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত কিছু না বললেও তিনি জানিয়েছেন লকডাউন 4.0 তথ্য ১৭ ই মে লকডাউন 3.0 শেষ হওয়ার আগেই পাওয়া যাবে ।

লকডাউন আগামীতে আরও কতদিনের জন্য বাড়ানো হবে তা জানার জন্য আরও কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে ।



2 Comments

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

  1. Sir I agree your decision which is good for our life protection. & Also proud of us that we got a great Chief Minister who always concern about of Entire Indian before his family. We choosed absolutely right person for chief Minister. T you

    ReplyDelete

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post