নেহা কক্করকে এক হাত নিতে পারে এই সাঁওতাল কিশোরী দেখুন চমকে যাবেন
নেহা কক্করকে এক হাত নিতে আরে এই সাঁওতাল কিশোরী দেখুন চমকে যাবেন |
The net world is crazy
with the song of this Santal Teenager : একটি ভাইরাস ভিডিও যেখানে দেখা যাচ্ছে এক সাঁওতাল কিশোরী নেহা কক্করের গান করছে । নেহা কক্করের “মেরেতো সারে সবেরে , বাহো মে
তেরি ঠেহরে” এই গান গেয়ে চমকে দিয়েছে সেই সাঁওতাল কিশোরী ।
বিদগ্ধজনের বক্তব্য এই কিশোরী একদম পেশাদরি শিল্পীর মত গেয়েছে । খালি গলায় এত সুন্দর সুর তাল দিয়ে গানটি করেছে এই সাঁওতাল কিশোরী যে নেট দুনিয়া এখন এই সাঁওতাল কিশোরীর গানে মশগুল । অনেকে তো এমনও দাবী করছেন এই কিশোরীর গান নেহা কক্করকেও টেক্কা দিতে পারে !
বিদগ্ধজনের বক্তব্য এই কিশোরী একদম পেশাদরি শিল্পীর মত গেয়েছে । খালি গলায় এত সুন্দর সুর তাল দিয়ে গানটি করেছে এই সাঁওতাল কিশোরী যে নেট দুনিয়া এখন এই সাঁওতাল কিশোরীর গানে মশগুল । অনেকে তো এমনও দাবী করছেন এই কিশোরীর গান নেহা কক্করকেও টেক্কা দিতে পারে !
এর আগে আমরা রানাঘাটের রানু
মণ্ডলকে দেখেছি । রানাঘাট স্টেশন থেকে উঠে হিমেশ এর সাথে গান করেছে এই রানু মণ্ডল
। তার জীবনকাহিনী যেন একটি জীবন্ত স্বপ্ন । নেটিজেনদের এবার ইচ্ছা এই সাঁওতাল
কিশোরীরও রানু মণ্ডলের মতই সাফল্য পাক ।
না না আমরা কেন ভাইরাল করবো এই সাঁওতাল কিশোরীকে ? আমরা কোন প্রশংসাও করবো না !
আমরা ভাইরাল করবো জ্যাকলিনের কোমর দোলানো কে ? আমরা প্রশংসা করবো হাজারো রকম প্রযুক্তির সাহায্যে কাকের গলাকে কোকিলে পরিনত করা শিল্পীদের !
কিন্তু কোন এক অজ পাড়া গাঁয়ে থাকা অথবা পাহাড়ের কোলে বাস করা এই সাঁওতাল কিশোরী যাদের খালি গলা মানুষকে চমকে দেয় , একবার ভাবুনতো যদি এইসকল কিশোরী আধুনিক যন্ত্রের সাহায্য নিয়ে গান করে তাহলে কোথায় যেতে পারে তাদের গানের গলা ? না তবুও আমরা ভাইরাল করবো না ...
good
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন