মা হতে চলেছেন শুভশ্রী , খুশির খবর রাজ পরিবারে


Subhashree Ganguly is going to be a mother
মা হতে চলেছেন শুভশ্রী , খুশির খবর রাজ পরিবারে

Subhashree Ganguly is going to be a mother : খুশির খবর আসতে চলেছে রাজ পরিবারে । আসছে নতুন সদস্য  । নায়িকা শুভশ্রী নিজেই জানালেন তাদের এই খুশির খবর । সোশ্যাল মিডিয়ায় নায়িকা পোস্ট করেন  "উই আর প্রেগন্যান্ট " ।


টলিউডে কোয়েল মল্লিকের পর এবার খুশির খবর রাজ –শুভশ্রীর পরিবারে । মা  হতে চলেছেন শুভশ্রী । তাদের জীবনে  আসতে চলেছে নতুন সদস্য ।


২ বছর আগে আজকের দিনে ১১ ই মে তে  পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ হয় নায়িকা শুভশ্রীর । আজ তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী । আর দ্বিতীয় বিবাহ বার্ষিকী তেই ভক্ত দের জন্য খুশির খবর জানালেন রাজ শুভশ্রী । রাজ চক্রবর্তী বোর্ড হাতে  নিয়ে সবাইকে জানালেন " বেবি কামিং 2020 " ।


ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন – "আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটি সুখবর ।আমাদের দুজনের হাত ধরতে খুব শীঘ্রই আসছে একজন ।  উই আর প্রেগন্যান্ট "




Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post