আমফান সাইক্লোন নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
আমফান সাইক্লোন নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী |
The Prime Minister held a meeting on Cyclone Amphan : যত সময় এগোচ্ছে দক্ষিন বঙ্গোপসাগরের তৈরি হওয়া ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে ভয়ায়হ । আর এই কারনে সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখতে নরেন্দ্র মোদী আজ বিকেল ৪ টেয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাথে বৈঠক করলেন ।
আমফান বর্তমানে সুপার সাইক্লোনে পরিনত হয়েছে এবং ২০ মে নাগাদ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে । দীঘার এবং হাতিয়ার মাঝামাঝি অঞ্চল দিয়ে বয়ে যাবে এই সাইক্লোন ।
আর সেই কারনেই পরিস্থিতি এই সাইক্লোন মোকাবিলায় কি পরিস্থিতি নেওয়া হয়েছে এবং সাথে সাথে পুনর্বাসনের ক্ষেত্রেই কতটা প্রস্তুত রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সেই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয় আজকের বৈঠকে ।
উপকূল অঞ্চল সহ দক্ষিন বঙ্গের মেদিনীপুর , চব্বিশ পরগণা , হাওড়া , হুগলী , কলকাতা প্রভৃতি জেলার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে ।
আজকের বৈঠকে প্রধানমন্ত্রী বিশেষভাবে নজর দিয়েছেন ক্ষতিগ্রস্থ হতে পারে এমন অঞ্চল থেকে মানুষকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার প্রক্রিয়া কতটা কার্যকরভাবে পালন করা হচ্ছে !
আজকের বৈঠকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৫ টি দলকে এই কাজে নামানো হয়েছে । এবং ১২ টি দলকে সংরক্ষনে রাখা হয়েছে । এছাড়াও আরও ২৪ দলকে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবর্ত হিসেবে রাখা হয়েছে ।
আজকের এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ছাড়াও অন্যান্য হাই লেভেলের অফিসারেরা ।
Modi hay to sob kuch momkin hay...
ReplyDeleteSob kuch achan bhi hay...
We are safe and India is safe...under leadership of Modijee
Very good initiative
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন