আমফান ঘূর্ণিঝড় থেকে কী ভাবে বাঁচবেন

How to survive Amphan cyclone
আমফান ঘূর্ণিঝড় থেকে কী ভাবে বাঁচবেন

How to survive Amphan cyclone : আমফান যত সময় এগোচ্ছে ততই শক্তি সঞ্চয় করে ভয়ানক হয়ে উঠছে । বলা হচ্ছে ১৯৯৯ এর আগে এত ভয়ানক ও শক্তিশালী ঘূর্ণিঝড় দেখা যায়নি  । সরকারীভাবে ইতিমধ্যেই সবরকম প্রচেষ্টা করা হচ্ছে যাতে এই সুপার সাইক্লোনের মোকাবিলা করা যায় । 


পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়ার মধ্যবর্তী অঞ্চল দিয়ে এই ঝড় বয়ে যাবে । বলা হচ্ছে এর গতিবেগ ১৭০ কিমি থেকে ২০০ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে । ইতিমধ্যেই ২৫ টি জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে নামানো হয়েছে । প্রধানমন্ত্রী এই দুর্যোগ মোকাবিলায় কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে সে নিয়ে বৈঠকও করেছেন গতকাল । 

এই অবস্থায় দাড়িয়ে ব্যাক্তিভাবে আপনি কিভাবে এই ঘুর্নিঝরের মোকাবিলা করবেন ? এবিষয়ে কিছু নির্দেশিকা সরকারীভাবে তুলে ধরা হয়েছে । সেগুলি আপনাদের সামনে উপস্থাপিত করা হল । নিচের দেওয়া সতর্কতাগুলিকে অবলম্বন করুন এবং আমফান ঘূর্ণিঝড় থেকে নিজেকে সুরক্ষিত রাখুন ।


সতর্কতা ঘূর্ণিঝড়ের আগে :–


1.গুজব উপেক্ষা করুন, শান্ত থাকুন ,আতঙ্কিত হবেন না ।
2.আপনার  মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন ।
3.রেডিও টিভি ও সংবাদ পত্রের আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন ।
4.জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন ।
5.আপৎকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী , খাদ্য , ওষুধ , জল , পোশাক প্রস্তুত রাখুন ।
6.আপনার বাড়িকে সুরক্ষিত রাখুন , কোনো ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না ।
7.নিরাপত্তার খাতিরে গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন ।
8.মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না ।
9.মৎস্যজীবীরা নৌকা নিরাপদ স্থানে  বেঁধে রাখুন ।



সতর্কতা ঘূর্ণিঝড়ের সময় এবং ঘূর্ণিঝড়ের পরে 


যদি বাড়িতে থাকেন :–


1.বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবারহের মেন সুইচ বন্ধ রাখুন ।
2.দরজা জানালা বন্ধ রাখুন ।
3.খড়ের ঘর /কাঁচা বাড়ি এবং ক্ষতি গ্রস্থ পাকা বাড়িতে থাকবেন না ।
4.যদি আপনার বাড়ি সুরক্ষিত না হয় তবে ঘূর্ণিঝড় আরম্ভ হবার আগে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র বা নিকটবর্তী পাকা বাড়িতে আশ্রয় নিন ।
5.রেডিও টিভি সংবাদপত্রের খবরের দিকে লক্ষ্য রাখুন ।


বাড়ির বাইরে থাকলেও :–


1.ক্ষতিগ্রস্থ ঘর বাড়িতে প্রবেশ করবেন না ।
2.ভেঙে  পরা বৈদ্যুতিক স্তম্ভ ও  তার এবং ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন ।
3.যত শীঘ্র সম্ভব নিরাপদ আশ্রয় /পাকা বাড়ি  খুঁজে নিন ।









খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।




CLICK HERE TO DOWNLOAD BANGLA CALENDER 2020








রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    



শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 







Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post