Horoscope daily pisces : জেনে নিন কেমন যাবে আজকের দিনটি ?
Date/Time:
মেষ
আপনার মনে আজ একটা অশান্তি লেগে থাকবে । সেই অশান্তি কোন বন্ধুর কারনেও হতে পারে । পেটের সমস্যা নিয়ে সাবধান থাকুন । শারীরিক সমস্যা আজ একটু ভোগাতে পারে । তবে বিকেলের পর থেকে আপনার সময় ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে । কোন উপহার পেতে পারেন । বেশি লোভ করবেন না । ব্যাবসায় আজ নিরাশ হতে হবে ।
বৃষ
আজ সকাল আপনার ভালো নাও যেতে পারে । আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন । অফিসে দায়িত্ব পালনে একটু ঝামেলা সম্ভাবনা রয়েছে । আজ নিজেকে খুব একা একা মনে হতে পারে । নতুন কিছু শুরু করুন আজ । হয়ত সেটাই আপনার আগামী ভবিষ্যতের সহায়ক হবে ।
মিথুন
আজ আপনার সাফল্য আসতে একটু দেরি হবে । তাই অপেক্ষা করুন ভালো ফল আসতে চলেছে । বুকের সমস্যা বাড়তে পারে । প্রিয়জনের শরীর নিয়ে চিন্তায় থাকবেন ।
কর্কট
আত্মীয়ের সাথে কোন বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে । কাজের ক্ষেত্রে চাপ বাড়বে । আপনার কোন বিশেষ বন্ধুর থেকে উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে । কোন নতুন কাজে হাত দিয়ে নিরাশা আসতে পারে ।
সিংহ
কোনদিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে । পায়ের সমস্যা ভোগাতে পারে । প্রেমের ক্ষেত্রে সাফল্য আসবে । খরচের দিকে একটু বেশি নজর দিন , নিজেকে সংযত রাখুন । আজ্ অফিসে অশান্তি আসার সম্ভাবনা রয়েছে ।
কন্যা
পুলিশি ঝামেলায় জড়াতে পারেন । সাবধান থাকুন । শারীরিক সমস্যা ভোগাতে পারে । ঋন পরিশোধ করতে জমানো টাকায় হাত পড়তে পারে । অফিসের কাজে চাপ বাড়বে । দায়িত্ব চাপিয়ে দেওয়া হতে পারে ।
তুলা
বিদ্যার্থীদের পড়াশোনায় মন বসবে না । সম্পত্তি কেনা বেচার শুভ সময় আসতে চলেছে । আজ উপার্জনের ক্ষেত্রে সমস্যা হতে পারে । বিকেলের পর সাংসারিক সমস্যা ভোগাতে পারে । আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে ।
বৃশ্চিক
আজ সারাদিন আনন্দে কাটবে । বন্ধুমহলে কোন সাধারন বিষয় নিয়ে হাসির খোরাক হতে পারেন । সকালের দিকে আর্থিক সমস্যায় পরলেও বিকেলের দিকে আপনার জন্য শুভ মুহুর্ত রয়েছে ।
ধনু
পড়াশোনায় মন বসবে । পরিশ্রম করুন ভালো ফল রয়েছে । ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে । অফিসে কাজের চাপ বাড়তে পারে । প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন । ঠুনকো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে ।
মকর
দীর্ঘদিনের কোন সমস্যা থেকে মুক্তি পাবেন । বিকেলের দিকে আপনার জন্য শুভ মুহুর্ত রয়েছে । নতুন কাজে হাত দিন । সাফল্য আসবে । কোন দিক থেকে আর্থিক লাভ আসতে পারে । দিনটা আপনার ভালো যাবে ।
কুম্ভ
আজ একটু সাবধানে থাকুন । কোন বিষয় নিয়ে অসম্মানিত হতে পারেন । খরচ বেশি হওয়ার জন্য পারিবারিক অশান্তি হতে পারে । নতুন বাড়ির তৈরির ব্যাপারে ভালো খবর হতে পারে ।
মীন
বন্ধুমহলে আজ আলোচিত হবেন । পরিবারের ঝগড়ার আশঙ্কা রয়েছে । আর্থিক সমস্যা আসতে পারে । আত্মীয়ের বাড়ি থেকে কিছু উপহার পেতে পারেন । পেটের সমস্যা ভোগাতে পারে ।
খবরটি শেয়ার করুন
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
To get updated in the English language - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন