বাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে শিক্ষামন্ত্রী জানালেন
বাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে শিক্ষামন্ত্রী জানালেন |
Remaining hs exam date announce by Partha Chatterjee : শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী জানালেন বাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে । এবিষয়ে তিনি ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন সমস্ত রকম স্বাস্থ্য বিধি বজায় রেখেই পরীক্ষা গ্রহন করা হবে ।
সারা রাজ্য জুড়ে ২৫০০ সেন্টারকে চিহ্নিত করা হয়েছে । যেখানে খুব সহজেই ছাত্র ছাত্রী পরীক্ষা সেন্টারে উপস্থিত হতে পারবেন । সেক্ষেত্রে পরীক্ষা সেন্টারে উপযুক্ত স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে ।
উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার সূচী ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্রোপাধ্যায় । তবে কোন দিন কী পরীক্ষা নেওয়া হবে তা ঠিক করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদই ।
করোনার জেরে দেশব্যাপী লকডাউন হওয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হয় । অবশেষে মঙ্গলবার উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার সূচী ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্রোপাধ্যায় । পরীক্ষা গুলো নেওয়া হবে ২৯ জুন , ২ জুলাই ও ৬ জুলাই ।
শিক্ষামন্ত্রী পার্থ চট্রোপাধ্যায় জানিয়েছেন – সামাজিক দূরত্ব বজায় বিধির নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হবে । প্রত্যেকটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসবে । তার পর দ্বিতীয় বেঞ্চ খালি রেখে তৃতীয় বেঞ্চে বসবেন পরীক্ষার্থী ।
পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের নিজেদের স্যানিটাইজার বোতল আনতে হবে । বাধ্যতামূলক মাস্ক বা ফেস কভার পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে ছাত্রছাত্রীদের ।
তবে কোন কোন দিন পরীক্ষা নেওয়া হবে তা ঠিক করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদই ।
২৯ শে জুন নেওয়া হতে পারে – ফিজিক্স , নিউট্রেশন , এডুকেশন , অ্যাকাউণ্টেন্সি ।
২ রা জুলাই নেওয়া হতে পারে –কেমিস্ট্রি , ইকোনমিক্স , জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন , সংস্কৃত ,পারশিয়ান , অ্যারাবিক ও ফ্রেঞ্চ ।
৬ ই জুলাই নেওয়া হতে পারে –স্ট্যাটিসটিকস , ভূগোল ,কস্টিং এন্ড ট্র্যাক্সেশন ' হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট ।
পরীক্ষা কেন্দ্রে কী ভাবে পরীক্ষা পরিচালনা করা হবে তা বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা দফতর থেকে বিস্তারিত গাইডলাইন ও পরীক্ষা সূচী নেওয়া হবে বলে জানা যায় ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন