ইমারজেন্সি ছাড়া রাজ্যের সমস্ত ইলেক্ট্রিসিটি বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
শুরু হয়ে গেল সুপার সাইক্লোন আমফানের ল্যান্ডফল । পূর্বাভাস মতোই ঠিক দুপুর আড়াই টে নাগাদ উপকূলে আছড়ে পরে আমফান । আমফানের ক্ষতি ঠেকাতে রাজ্যের সব বিদ্যুৎ সংযোগ বন্ধ করার নির্দেশে দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
আবহাওয়া দফতর পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলে আছড়ে পড়েছে আমফান । ১০৫ কিমি গতিবেগে বইছে হাওয়া । তছনছ শুরু হয়েগিয়েছে কলকাতা তেও । ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড়ে ।
ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । ঝড়ের জন্য বিভিন্ন জায়গায় গাছ পরে ইলেক্ট্রিকের তার ছিঁড়ে যাতে দুর্ঘটনা না ঘটে সেই কারণে রাজ্যের সব বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার নির্দেশে দিলেন মুখ্যমন্ত্রী । তিনি জানান শুধুমাত্র ইমারজেন্সি ছাড়া সব বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে । আপাতত ৪ ঘন্টা বন্ধ থাকবে । পরে পরিস্থিতি দেখে আবার চালু করার নির্দেশ দেওয়া হবে ।
তিনি জানিয়েছেন আমফান নিয়ে সতর্ক রয়েছে রাজ্য সরকার । রাজ্য সরকারের তরফ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম নম্বর – 22143536 ও 22141995 । এছাড়াও একটি তরল ফ্রি নম্বর 1070 চালু করা হয়েছে ।
বুধবার সকাল থেকেই কন্ট্রোল রুমেই আছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সেখান থেকেই তিনি রাজ্যের পরিস্থিতি দেখছেন । তিনি জানান আমফান ঘূর্ণিঝড়ের কারণে সকাল থেকে প্রায় ৫ লক্ষ লোককে অন্যত্র সরানো হয়েছে এবং কলকাতা থেকেও ৪ হাজার লোক কে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ।
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন