প্রচেষ্টা প্রকল্পে অনলাইনে কিভাবে আবেদন শুরু হল ! জানুন কিভাবে আবেদন করবেন ?
প্রচেষ্টা প্রকল্পে অনলাইনে আবেদন শুরু হল |
প্রচেষ্টা প্রকল্প এখন অনলাইনে আবেদন পদ্ধতি
কে/বা কারা আবেদনের যোগ্য ?
১) যে কেউ এই প্রকল্পে আবেদন করতে পারবেন যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ।
২) পরিবারের সেই ব্যাক্তি আবেদন করতে পারবেন যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ।
৩) খুব গুরুত্বপুর্ন একটি বিষয় হল যদি আপনি পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকার পেনশন প্রকল্প যেমন- বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমতাভাতা ইত্যাদী এবং সামাজিক সুরক্ষা যোজনা ( SSY ) প্রকল্পের এবং MGNREGA (১০০ দিনের কাজ) প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদনের যোগ্য নন ।
৪) একটি পরিবারে শুধুমাত্র একজনই দরখাস্ত করতে পারবেন । এই প্রকল্প অনুসারে পরিবার= স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানদের ধরা হবে ।
৫) আর একটি গুরুত্বপূর্ন বিষয় হল কৃষিকাজের সাথে যুক্ত কোনো শ্রমিক এই প্রকল্পে আবেদনের যোগ্য নন ।
৬) জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট শহরাঞ্চলে এস. ডি. ও এবং গ্রামাঞ্চলে বি. ডি. ও , কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার যারা দরখাস্ত গ্রহণ করবেন । তারাই পরীক্ষা ও যাচাই করার পর সিদ্ধান্ত নেবেন দরখাস্তকারী বা দরখাস্তকারিনী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছেন কিনা এবং একইসাথে তার অন্য কোন আয়ের উৎস যদি না থাকে তবেই তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন । ম্যাজিস্ট্রেট এবং কমিশনার এটাও যাচাই করবেন আবেদনকারী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত কিনা !
৭) উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত তাহলে, তার দরখাস্ত বিবেচিত হবে ।
৮) বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য রাজ্য সরকারের “ প্রচেষ্টা “ প্রকল্পের লিঙ্কে আপলোড করা হবে ।
৯) সবশেষে নোডাল ডিপার্টমেন্ট হিসাবে শ্রমদপ্তর দরখাস্তকারীদের প্রদত্ত ব্যাঙ্কে ঐ অর্থ সরাসরি পাঠিয়ে দেবে ।
দরখাস্ত কিভাবে করবেনঃ
১) আবেদনকারীকে অনলাইনে "প্রচেষ্টা" (Prachesta app) অ্যাপ এর দ্বারা আবেদন করতে হবে । অফলাইনে কোনো আবেদন গ্রাহ্য করা হবে না ।
বিঃদ্রঃ - প্রচেষ্টা অ্যাপ টি গুগল প্লে স্টোর থেকে আগামী সোমবার 04/05/2020 তারিখের পরে ডাউনলোড করা যাবে।
২) অ্যাপ এর মধ্যেই নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে ।
৩) ভোটার কার্ডের নং, ডিজিটাল রেশন কার্ডের নং এবং আধার কার্ডের নং দিতে হবে ।
৪) ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে ।
৫) মোবাইল নং দিতে হবে ।
৬) ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, Account নং এবং IFS কোড সতর্কতার সাথে ঠিকভাবে পূরণ করতে হবে । জেনে রাখবেন আপনার দরখাস্ত বিবেচিত হলে এই আকাউন্টেই আপনার টাকা ঢুকবে ।
৭) দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের বই কপি আপলোড করতে হবে।
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
ভালো লাগলে লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করুন ।
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Prchesta prokolpo aap downloaded hoc6e na
ReplyDelete10hazar taka kore diya to dorkar
ReplyDeleteProchesta app play store e aschena keno
ReplyDeleteNice joke
ReplyDeleteDidi is great. Best of luck didi.
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন