যাবতীয় স্বাস্থ্য সমস্যার গুজব উড়িয়ে সামনে এলেন কিম জং উন
কিম জং উন |
Kim Jong Un appears in public amid: যাবতীয় স্বাস্থ্য গুজব উড়িয়ে জনসাধারণের সামনে এলেন উত্তর কোরিয়ার হিটলার কিম জং উন । এমনই দাবী করা হচ্ছে উত্তর কোরিয়ার সংবাদপত্রে ।
গত ২০ দিন ধরে তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা চলছিল সারা বিশ্বের মিডিয়াতে । বলা হচ্ছিল তিনি নাকি অসুস্থ । কোথাও কোথাও তো এমনও দাবী করা হচ্ছিল কিম জং উন মারা গেছে !
তাকে শেষ দেখা গিয়েছিল ১১ ই এপ্রিল একটি পার্টি মিটিং এ । তার পর ১৫ ই এপ্রিল কিম জং উনের দাদুর মৃত্যুবার্ষিকিতে অনুপস্থিত ছিলেন । তারপর থেকেই গুজব ছড়ায় কারন ১৫ ই এপ্রিল উত্তর কোরিয়ার সব থেকে বড় উৎসব ।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে শনিবার কিম জং উন একটি সার কোম্পানির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । যদিও ঐ অনুষ্ঠানের কোন ছবি প্রকাশ্যে আনা হয়নি । হয়ত খুব শীঘ্রই অন্যান্য তথ্য পাওয়া যাবে ।
আরও পড়ুন ঃ বিরাট সুখবর প্রচেষ্টা প্রকল্পে অনলাইনে আবেদন শুরু হতে চলেছে জানালেন মুখ্যমন্ত্রী
ভালো লাগলে লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করুন ।
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন