এক দেশ এক রেশন কার্ড বিরাট ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

one nation one ration card


 One Nation One Ration : এক দেশ এক রেশন কার্ডের ঘোষনা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বিশেষত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে এই ঘোষণা করা হল ।

যদি কেউ কর্মসূত্রে অথবা অন্য কোন কারণে নিজের রাজ্যের বাইরে যায় , তা সত্বেও তিনি তার রেশন তুলতে পারবেন ।

যে কোন রাজ্যেই আপনি থাকেন না কেন , আপনি সেখান থেকেই রেশন তুলতে পারবেন । বিস্তারিত না জানা গেলেও যেটুকু জানা যাচ্ছে এই পুরো বিষয়টি সম্ভব হতে চলেছে আধার কার্ডের মাধ্যমে ।

বলা হচ্ছে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক করার ফলে এই বিষয়টি সম্ভব হবে । যদি আপনার পরিবার রয়েছে একজায়গায় এবং আপনি রয়েছেন আর এক জায়গায় সেক্ষেত্রে আপনার পরিবার যেখানে রয়েছে সেখান থেকে তাদের রেশন তুলতে পারবে । এবং  আপনি যেখানে রয়েছেন সেখানে আপনার ভাগের রেশন আপনি তুলতে পারবেন ।

ওয়াকিবহাল মহল মনে করছেন এই প্রকল্পটি সফল হলে দেশে যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে । আজ পরিযায়ী শ্রমিকরা যেভাবে খাদ্যভাবের সম্মুখীন হয়েছেন ভবিষ্যতে আর এই দশা দেখতে হবে না । তারা যেখানেই থাকুন না কেন সেখান থেকেই তাদের রেশন তুলতে পারবেন ।

4 Comments

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

  1. Mujhe ration nahi mil raha hai.main howrah ka nimadhi hu

    ReplyDelete
  2. Ami ate saimat achhi Amra mato
    Bahu bahu manush upokrito have
    Sabai Lon Pele.

    ReplyDelete

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post