এক দেশ এক রেশন কার্ড বিরাট ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের
One Nation One Ration : এক দেশ এক রেশন কার্ডের ঘোষনা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বিশেষত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে এই ঘোষণা করা হল ।
যদি কেউ কর্মসূত্রে অথবা অন্য কোন কারণে নিজের রাজ্যের বাইরে যায় , তা সত্বেও তিনি তার রেশন তুলতে পারবেন ।
যে কোন রাজ্যেই আপনি থাকেন না কেন , আপনি সেখান থেকেই রেশন তুলতে পারবেন । বিস্তারিত না জানা গেলেও যেটুকু জানা যাচ্ছে এই পুরো বিষয়টি সম্ভব হতে চলেছে আধার কার্ডের মাধ্যমে ।
বলা হচ্ছে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক করার ফলে এই বিষয়টি সম্ভব হবে । যদি আপনার পরিবার রয়েছে একজায়গায় এবং আপনি রয়েছেন আর এক জায়গায় সেক্ষেত্রে আপনার পরিবার যেখানে রয়েছে সেখান থেকে তাদের রেশন তুলতে পারবে । এবং আপনি যেখানে রয়েছেন সেখানে আপনার ভাগের রেশন আপনি তুলতে পারবেন ।
ওয়াকিবহাল মহল মনে করছেন এই প্রকল্পটি সফল হলে দেশে যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে । আজ পরিযায়ী শ্রমিকরা যেভাবে খাদ্যভাবের সম্মুখীন হয়েছেন ভবিষ্যতে আর এই দশা দেখতে হবে না । তারা যেখানেই থাকুন না কেন সেখান থেকেই তাদের রেশন তুলতে পারবেন ।
Excellent Step
ReplyDeleteExcellent Step
ReplyDeleteMujhe ration nahi mil raha hai.main howrah ka nimadhi hu
ReplyDeleteAmi ate saimat achhi Amra mato
ReplyDeleteBahu bahu manush upokrito have
Sabai Lon Pele.
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন