সাতদিনের ট্রেনিং দিয়ে হেল্পার নিয়োগ করা হবে বললেন মুখ্যমন্ত্রী
তিন শতাধিক নার্স ইস্তফা দেওয়ায় সাতদিনের ট্রেনিং দিয়ে হেল্পার নিয়োগ করা হবে বললেন মুখ্যমন্ত্রী |
Helpers will be appointed with seven days training, says CM : বাংলা থেকে নার্সরা ইস্তফা দিয়ে নিজেদের রাজ্যে ফিরে যাওয়ায় সঙ্কটের মুখে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা । এ প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন –পুরুষ ও মহিলা হেল্পার নিয়োগ করা হবে । এই হেল্পারের কাজে অবসর প্রাপ্তরাও চাইলে যোগ দিতে পারেন ।
করোনা সঙ্কটের মাঝে আরেক সঙ্কটের দানা বেঁধেছে এ রাজ্যে । বহু নার্স ইস্তফা দিয়ে ফিরে যাচ্ছেন নিজেদের রাজ্যে । এ পর্যন্ত প্রায় ৩০০ থেকে ৩৫০ নার্স ইস্তফা দিয়েছেন ।
রাজ্যের অনেক বেসরকারি হাসপাতাল গুলিকে করোনা হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে । আর বেসরকারি হাসপাতাল গুলির বেশির ভাগ নার্সই বাইরের রাজ্যের । ফলে হাসপাতাল প্রসাশকদের রীতিমতো চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে ।
বেসরকারি হাসপাতাল গুলিকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সঙ্কটের সৃষ্টি হয়েছে । পরিস্থিতি সামাল দিতে এবার বেসরকারি এবার বেসরকারি হাসপাতাল গুলিতে হেল্পার নিয়োগের চীনা ভাবনা শুরু করেছে ।
বিষয়টি নিয়ে উদ্বেগে পড়েছে রাজ্য সরকারও । এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন –ভিন রাজ্যের প্রায় ৩০০ থেকে ৩৫০ নার্স চলে গিয়েছে । স্থানীয় দের নিয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়া য়ায় কীনা তা দেখতে হবে । পুরুষ ও মহিলা হেল্পার নিয়োগ করা যেতে পারে ।
এ ছাড়াও প্রাথমিক কাজ করতে পারে এমন কাউকে নিয়োগ করতে হবে । অবসরপ্রাপ্ত নার্সরাও আবেদন করতে পারেন । তাদের কেও সরকারি বেসরকারি ক্ষেত্রে নিয়োগ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন , "সাতদিনের ট্রেনিং দিয়ে পুরুষ ও মহিলা হেল্পার নিয়োগ করা হবে । তারা হয়ত সার্জিকেল কাজ করতে পারবেন না। কিন্তু স্যালাইনটা তো লাগাতে পারবে !"
এই ঘোষণার পর থেকে মনে হচ্ছে রাজ্যে বেশ কিছু যুবক যুবতীরা পুরুষ ও মহিলা হেল্পার হিসেবে কাজ পেতে পারেন ।
খবরটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ । খবরটি শেয়ার করুন বন্ধুদের সাথে ।
CLICK HERE TO DOWNLOAD - BANGLA CALENDER 2020
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
How can I apply for this??
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন