লকডাউনে শিশুদের পড়াশোনায় যে পাঁচটি বিষয় খেয়াল রাখবেন !
লক ডাউনে শিশুদের পড়াশোনায় যে পাঁচটি বিষয় খেয়াল রাখবেন ! |
Here are five things to keep in mind when studying for children under lockdown : আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে পারছেনা তাই স্কুল বাচ্চাদের কাছে যাবে। কেমনভাবে পড়াশোনা করতে হবে তার একটা বিজ্ঞান আছে । বাড়িতেই সেই পরিবেশ গড়ে তুলতে হবে ।
সব হয়তো মানা সম্ভব হবে না তবু নির্দেশ গুলো নিয়মিত লক্ষ রাখবেন।
১. সকালে এবং সন্ধ্যায় যখন পড়াতে বসাবেন একটি নির্দিষ্ট সময়ে (একটি নির্দিষ্ট জায়গায় পড়াতে বসাবেন)। হাঁ খোলামেলা , ভালো আলো আছে আছে এমন একটি নির্দিষ্ট ঘরে( একটি নির্দিষ্ট জায়গায়) পড়াতে বসাবেন। জায়গা বদল করা যাবে না পারতপক্ষে।
২. সকালের দিকে যতটা সম্ভব আওয়াজ কম থাকার সময় , অঙ্ক, বাংলা ব্যাকারণ ও ইংরেজি ব্যাকরণ পড়াবেন।
৩ পড়ার ঘর বা পড়ার জায়গা যত ফাঁকা থাকবে তত ভালো।
৪. পেয়ারা , আতা , কুল , কলা বাচ্চাদের খাবার তালিকায় থাকা ভীষণ ভীষণ জরুরী। ফল স্মৃতি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে ।
৫ পড়ানোর সময় বাচ্চারা ক্লান্ত হয়ে পড়লে, উসখুস করলে খুব অল্প পরিমাণে জল খাওয়াবেন। পড়াশোনার সঙ্গে এর গভীর যোগ আছে।
এই সমস্ত বিষয়ের পিছনে সম্পূর্ণ শিক্ষা সংক্রান্ত বিজ্ঞান আছে। অভিভাবক এবং অভিভাবিকারা সেটা জানেন । আমরা আরো বিজ্ঞান সংক্রান্ত পদ্ধতিতে আমাদের বাচ্চাদের শেখাবো এবং গড়ে তুলবো।
পুনশ্চ : উপরে উল্লেখিত বক্তব্যগুলো মেনে চলা বাধ্যতামূলক নয় । নিজের মতো করে সবাই তালিকা তৈরি করুন। শিক্ষা পরিবার ও স্কুলের যৌথ দায়িত্ব !
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন