এখনই কোনও স্কুল কলেজ খুলছে না জানালো কেন্দ্র
কোনও স্কুল কলেজ খুলছে না জানালো কেন্দ্র |
All Educational institutions are still prohibited to open throughout the country : গত মঙ্গলবার বেশ কয়েকটি সংবাদপত্রে ছড়িয়ে পড়ে কেন্দ্র সরকার স্কুল কলেজ খোলার অনুমতি দিয়েছে । এই খবর ছড়িয়ে পরতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । আর এই খবরকেই মিথ্যা বলে জানালো ।
স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র টুইট করে জানিয়েছেন কোন স্কুল কলেজ খোলার অনুমতি দেয়নি । স্কুল কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে যে খবর ছড়িয়ে পরেছে তা সম্পুর্ন মিথ্যা ।
করোনা ভাইরাসের প্রকোপ আটকাতে লক ডাউনের ঘোষণা হতেই সারা দেশে বন্ধ হয়ে যায় স্কুল কলেজ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান । কেন্দ্রের ঘোষণা অনুসারে ১০ ই জুন পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান । যদিও ১০ ই জুনের পরপরই স্কুল খুলবে কিনা সেবিষয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা ।
দেশে চতুর্থ দফার লক ডাউন চলছে । কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা কমার বদলে বেড়েই চলেছে । ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে । মৃত্যু হয়েছে ৪৩৩৭ জনের ।
এরইমধ্যে গত মঙ্গলবার খবর ছড়িয়ে পরে দেশের বিভিন্ন রাজ্যে খুলতে চলেছে স্কুল কলেজ । আর এই নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রক টুইট করে জানিয়েছে এই খবর সম্পুর্ন মিথ্যা লকডাউনের মাঝে কোন স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়নি ।
#FactCheck— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) May 26, 2020
Claim: MHA permits all States to open schools.
Fact: No such decision taken by MHA. All Educational institutions are still prohibited to open, throughout the country.#FakeNewsAlert#COVID19#IndiaFightsCoronavirus pic.twitter.com/mSWfIDWwNs
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন