কবে খুলবে স্কুল ? জানালেন শিক্ষামন্ত্রী
পার্থ চট্টোপাধ্যায়
When school will open education minister Partha chatterjee says :কবে খুলবে স্কুল ? এই নিয়ে জল্পনা চলছিলই । বিভিন্ন শিক্ষা সংগঠনগুলিও তাদের মত করে প্রস্তাব দিয়েছিল কবে স্কুল খোলা উচিত ! এরই মাঝে গত মঙ্গলবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয় কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যে স্কুল খোলার অনুমতি দিয়েছে । যদিও ওইদিনই স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করে দেয় এটি সম্পূর্ণ ভুয়ো খবর । কেন্দ্র সরকার স্কুল খোলার ব্যাপারে কোন অনুমতি দেয় নি ।
এইঅবস্থায় স্কুল খোলা নিয়ে যখন জল্পনার তুঙ্গে তখন তা নিরসন করলেন স্বয়ং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুসারে সারা দেশের স্কুল ১০ ই জুন পর্যন্ত বন্ধ থাকবে । যদিও যত সময় এগিয়েছিল এটা স্পষ্ট হচ্ছিল ১০ ই জুনের পরপরই হয়ট স্কুল খুলবে না ।
আজ শিক্ষামন্ত্রী
আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন একে তো করোনা ভাইরাস , তারউপর আমফান এসে রাজ্যের ৮ টি জেলাকে বিধ্বস্ত করে দিয়েছে । এছারাও কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হয়েছে অন্যান্য জেলাগুলিও । অন্যদিকে সাড়া দেশ থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছে । তাদের কয়ারেণ্টাইন করা থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনে স্কুলগুলিকে লাগবে । এছারা স্কুল খুলে দিলেও বাচ্চারা কতটা সামাজিক দুরত্ব বজায় রাখতে পারবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে ।
এই সকল বিষয়কে মাথায় রেখে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন সারা রাজ্যের স্কুল আগামী ৩০ শে জুন পর্যন্ত বন্ধ থাকবে ।
শুনুন শিক্ষামন্ত্রী কি বললেন ?
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন