কবে খুলবে স্কুল ? জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

When school will open education minister Partha chatterjee says


When school will open education minister Partha chatterjee says :কবে খুলবে স্কুল ? এই নিয়ে জল্পনা চলছিলই বিভিন্ন শিক্ষা সংগঠনগুলিও তাদের মত করে প্রস্তাব দিয়েছিল কবে স্কুল খোলা উচিত ! এরই মাঝে গত মঙ্গলবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয় কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যে স্কুল খোলার অনুমতি দিয়েছে যদিও ওইদিনই স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করে দেয় এটি সম্পূর্ণ ভুয়ো খবর কেন্দ্র সরকার স্কুল খোলার ব্যাপারে কোন অনুমতি দেয় নি

 

এইঅবস্থায় স্কুল খোলা নিয়ে যখন জল্পনার তুঙ্গে তখন তা নিরসন করলেন স্বয়ং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুসারে সারা দেশের স্কুল ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে যদিও যত সময় এগিয়েছিল এটা স্পষ্ট হচ্ছিল ১০ জুনের পরপরই হয়ট স্কুল খুলবে না  

 

আজ শিক্ষামন্ত্রী আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন  একে তো করোনা ভাইরাস , তারউপর আমফান এসে রাজ্যের টি জেলাকে বিধ্বস্ত করে দিয়েছে এছারাও কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হয়েছে অন্যান্য জেলাগুলিও  অন্যদিকে সাড়া দেশ থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছে তাদের কয়ারেণ্টাইন করা থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনে স্কুলগুলিকে লাগবে এছারা স্কুল খুলে দিলেও বাচ্চারা কতটা সামাজিক দুরত্ব বজায় রাখতে পারবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে  

 


এই সকল বিষয়কে মাথায় রেখে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন সারা রাজ্যের স্কুল আগামী ৩০ শে জুন পর্যন্ত  বন্ধ থাকবে



শুনুন শিক্ষামন্ত্রী কি বললেন ? 



Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post