লক ডাউন কি বাড়ছে ? কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

when lockdown withdraw says cm mamata banerjee
লক ডাউন কবে উঠবে ? কি বললেন মুখ্যমন্ত্রী


এখন লাখ টাকার প্রশ্ন হল এটাই লক ডাউন কি বাড়ছে ? করোনা এমন একটি শব্দ যা গোটা বিশ্বকে নাড়িয়ে রেখে দিয়েছে । 

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । শেষ পাওয়ার আপডেট অনুসারে সারা দেশে ৬৪১২ জন আক্রান্ত । যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০৪ জন । এবং মারা গিয়েছেন ১৯৯ জন ।

পশ্চিমবঙ্গের অবস্থা তুলনামুলক কিছুটা কম হলেও সংখ্যা বেড়েই চলেছে । এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৯৫ জন । সুস্থ্ হয়েছেন ১৬ জন । এবং মারা গিয়েছেন ৫ জন । এই রিপোর্ট wikepedia থেকে সংগৃহীত ।

এই অবস্থায় দাড়িয়ে সব থেকে বড় প্রশ্ন যেটি উঠে আসছে সেটি হল তাহলে কি লক ডাউন বাড়তে চলেছে ? ইতিমধ্যেই ওড়িশা এবং পাঞ্জাব রাজ্যে লক ডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছে । 

পশ্চিমবঙ্গেও কি লক ডাউন বাড়বে ? মুখ্যমন্ত্রী গত ৯ ই এপ্রিল সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন-  "১৪ ই এপ্রিল পর্যন্ত লক ডাউন ঘোষণা করা আছে  । তারপরে কি হবে আমি জানি না । ১১ তারিখে একটি মিটিং ডাকা হয়েছে । সেখানে আমাকেও আমন্ত্রন জানানো হয়েছে । দেখবো কি আলোচনা হচ্ছে ! আলোচনা কোনদিকে এগোচ্ছে । তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ।"

অর্থাৎ এটা বোঝায় যাচ্ছে লক ডাউন বাড়বে কিনা তা জানার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে আগামী ১১ ই এপ্রিলের মিটিং এর দিকে ।

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post