লক ডাউনে এক বৌদির রোজনামচা দেখুন 

daily routine of a married woman
বৌদির রোজনামচা

যখন করোনা ভাইরাস বাজার ভরপুর চলছে সেইসময় বাজার গরম করতে এলো লকডাউনে এক বৌদির রোজনামচা । প্রতিদিন তিনি আর তাঁর বর কি কি করেন সেই রোজনামচায় পুরো বিস্তারিত তথ্য টেবিলের মাধ্যমে তুলে ধরা হয়েছে । যা পরলে আপনার হাসি আসবেই ।

যখন গৃহবন্দী দশায় আমরা অতিস্ট হয়ে উঠেছি । সেইসময় এই ধরনের কাণ্ডকারখানা আপনাদের মনে হাঁসি দেবে বৈকি । চলুন দেখে নেওয়া যাক এই লক ডাউনে আমাদের বৌদি কি কি করছেন ...



লক ডাউন ২০২০

গৃহবন্দী দশা

লক ডাউনে এক বৌদির রোজনামচা

বৌদির কাজ

বৌদির বরের কাজ

• ঘুম থেকে ওঠা • ঘুম থেকে ওঠা
• বিছানা গোছান নিজে ও ছেলেকে গোছানো • ফোন ঘাটা
• চা করা • চা খাওয়া
• জলখাবার করা , পরিবেশন • জলখাবার খাওয়া
• বাজার গোছানো • বাজার করা
• রান্না করা • ফোন ঘাটা
• বাসন মাজা • স্নান করা , ছেলেকে স্নান করানো
• দুপুরের খাবার পরিবেশন • দুপুরের খাওয়া
• নিজে খাওয়া • রান্না ঘরে গিয়ে বৌকে চিমটি , খোঁচানো ইত্যাদি
• কাপড় জামা গোছানো • ফোন ঘাটা
• সন্ধ্যের চা টিফিন • ফোন ঘাটা
• শাশুড়ির চুল বাঁধা • ফোন ঘাটা
• ছেলেকে পড়ানো ও তার সাথে খেলা • ফোন ঘাটা
• রাতের রান্না পরিবেশন • রান্না খাওয়া
• আমরা ঘুমাই ভোরবেলা তাই রাত জাগি • রাত জাগা








বৌদির এই রোজনামচা দেখার পর হাসতে হাসতে খাট থেকে পরে গিয়ে এখন তিনমাসের বেড রেস্টে আছি !



Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post