মাস্ক পরা বাধ্যতামুলক রাজ্যের নয়া নির্দেশিকা

.
wearing mask in public place is mandatory in west bengal
রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক


Wearing Mask in Public Place is Mandatory in West Bengal : আজ রবিবার রাজ্যের মুখ্যসচিব একটি নির্দেশিকা জারি করে মাস্ক পরা বাধ্যতামূলক করলেন । এর আগে অন্যান্য কয়েটি রাজ্যেও এই নির্দেশিকা জারি করা হয়েছে ।আর আজ পশ্চিমবঙ্গে একই নির্দেশিকা জারি করা হল । কয়েকদিন ধরেই আলচনা চলছিল বিষয়টি নিয়ে ।

রাজ্যের নির্দেশিকায় জানানো হয়েছে মাস্ক পরলে COVID-19 এর সঙ্ক্রমনের গতি কমানো যায় তাই  এই নির্দেশকা । চিকিৎসকদের ও মত অনুসারে যেহেতু করোনা ভাইরাস ড্রপলেটের মাধ্যমে ছড়ায় তাই মাস্ক পরলে এর সংক্রমণ কমানো সম্ভব ।

নির্দেশিকায় বলা হয়েছে বাড়ির বাইরে বের হলে পরতে হবে মাস্ক । এই মাস্ক যে আপনাকে দোকান থেকে কিনেই পরতে হবে এমনটা না । আপনি গামছা , ওড়না , রুমাল অথবা মুখ ঢাকার মত কাপর পরলেও হবে ।

সব খবর সবার আগে - CLICK HERE

To Get English News Update - CLICK HERE





Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post