করোনার আবহে কেঁপে উঠলো দিল্লি NCR এলাকা


Earthquake in Delhi NCR
প্রতীকী ছবি



করোনার আবহেই কেঁপে উঠলো দিল্লি NCR এলাকা । রিখাটার স্কেলে এর মাত্রা ৩.৪ । করোনার জেরে মানুষ বাড়িতে আবদ্ধ থাকলেও ভুমিকম্পের ফলে ভয়ে মানুষ রাস্তায় নেমে আসে । 

এর কেন্দ্র ভূপৃষ্ট থেকে ৬.৫ কিমি গভীরে । এখনও কোনরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । তবে রিখটার স্কেলের মাপ বলছে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪ , যাকে মৃদু ভুমিকম্প বলা যেতে পারে । রিপোর্ট বলছে রবিবার বিকাল ৫.৪৫ নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় ।

খবরটি এক্ষুনি পাওয়া গেছে । বিস্তারিত আসছে । কিছুক্ষণ পর পেজটিকে রিফ্রেশ করুন ।

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post