শিক্ষামন্ত্রীর ১২ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে ভিডিও কনফারেন্স
শিক্ষামন্ত্রীর ভিডিও কনফারেন্স |
Partha Chatterjee video conference with Vice Chancellor of 12 University : যতসময় এগোচ্ছে ততই ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি । গতকালই প্রধানমন্ত্রী লক ডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ রা মে করছেন । কিন্তু এতে কি সমাধান হবে ? করোনা সংক্রমণ কি কমবে ?
এসকল প্রশ্নের মাঝেই রাজ্যের শিক্ষাদপ্তরের তরফ থেকেও বেশকিছু গঠনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে ।
যার মধ্যে অন্যতম হল অনলাইন ক্লাস । যা ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে ছাত্র-ছাত্রীদের মধ্যে । মূলত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে ।
প্রথমে এই অনলাইন ক্লাস দুরদর্শনে দেখানোর কথা হলেও পরে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। এবং ABP আনন্দ চ্যানেলে এর সম্প্রচার শুরু হয় । এর দেখাদেখি অন্যান্য কিছু বেসরকারি চ্যানেলেও একইভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে ।
প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে হোম টাস্ক দেওয়া হয়েছে । স্কুল খোলার পর এই হোম টাস্ক গুলো কমপ্লিট করে স্কুল শিক্ষকের হাতে জমা দিতে হবে ।
একইসাথে সরকার বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সবধরণের নিয়োগ প্রক্রিয়া বন্ধের নোটিসও জারি করেছেন । শিক্ষা মন্ত্রীও জানিয়েছেন ETV Bharat কে নিয়োগ নিয়ে অপাতত তিনি ভাবছেন না ।
নিয়োগ নিয়ে না ভাবলেও শিক্ষা ব্যবস্থা নিয়ে সর্বদাই ভেবে চলেছেন ! ভেবে চলেছেন কিভাবে ঘরে আবদ্ধ থেকেও শিক্ষন প্রক্রিয়া অব্যাহত রাখা যায় ? করোনা পরিস্থিতিতেও শিক্ষার্থীরা যাতে যথাযথ শিক্ষা পায় সেই চিন্তায় তিনি সবসময় কাজ করে চলেছেন ।
প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষায় বেশকিছু পদক্ষেপ নেওয়ার পর এবার উচ্চ শিক্ষা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন ।
আর এবার সেই কথা মাথায় রেখেই রাজ্যের ১২ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ভিডিও কনফারেন্স করলেন ।
এই খবর তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেছেন । সেই ভিডিও কনফারেন্সে কি আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি । তবে এটুকু আশা করা হচ্ছে হয়তো এবার উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিছু গঠনমূলক পদক্ষেপ নিতে চলেছেন শিক্ষামন্ত্রী । আর এই আশাতেই বুক বাঁধছেন উচ্চশিক্ষার সাথে জড়িত শিক্ষার্থীরা ।
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন