রমজান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দিলেন ? সকল মুসলিম ভাইবোন পড়ুন
রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা |
PM Modi Address To The Muslims Of The Nation Ramzaan Month : প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী মাসের শেষ রবিবারে মন কি বাত নামে রেডিওতে একটি অনুষ্ঠান করে থাকেন । সেখানে
তিনি দেশবাসীর উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে বার্তা দেন ।
আজ ২৬ শে এপ্রিল মাসের শেষ
রবিবার হওয়ায় মন কি বাত অনুষ্ঠান আয়োজিত হয় । বর্তমান ভারত তথা বিশ্ব করোনা
মহামারীতে বিধ্বস্ত । তাই প্রধানমন্ত্রীর আলোচনাও ঘুরপাক খেয়েছে কীভাবে করোনা
মোকাবিলা করা যাবে মূলত সেই বিষয়েই ।
করোনা মহামারী নিয়ে বলতে
গিয়ে প্রধানমন্ত্রী ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মাস নিয়ে কথা বলেন । তিনি এই
পবিত্র রমজান মাসে সমগ্র দেশের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের উদ্দেশ্যে বার্তা দেন
।
তিনি বলেন রমজান মাস শুরু
হয়ে গিয়েছে । আগের বছর যখন রমজান পালিত হয় তখন মুসলিম ভাইবোনেরা স্বপ্নেও ভাবেননি
যে এই বছর এত রমজান মাসে এতবড় সমস্যার সম্মুখীন হতে হবে !
কিন্তু সারা বিশ্বে যখন এই
সমস্যা এসেই পরেছে তখন আমাদের সামনে এটাই সুযোগ যে এই রমজান আমরা সংযম , সদ্ভাবনা
, সংবেদনশীলতা আর সেবাধর্মের প্রতীক হিসাবে গ্রহন করতে হবে ।
এইবছর আমরা আগের থেকে বেশি
ইবাদত করবো , যাতে ইদ আসার আগেই এই বিশ্ব করোনা থেকে মুক্তি পায় । এবং আমরা আগের
মতই উতসাহ এবং আনন্দের সাথে ইদ পালন করতে পারি ।
প্রধানমন্ত্রী বলেন তাঁর
বিশ্বাস রয়েছে রমজানের এই দিনগুলিতে স্থানীয় প্রশাসনের নিয়ম পালন করে করোনার
বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা আরও শক্তিশালী হতে পারবো । রাস্থায় , গ্রামে , বাজারে সর্বত্র সামাজিক দূরত্ব পালন করা খুবই
গুরুত্বপূর্ন ।
তিনি সেইসকল সামাজিক
নেতাদের কৃতজ্ঞ যারা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ২ গজ দূরত্ব এবং ঘর থেকে বাইরে না
বেরোনোর জন্য মানুষকে সজাগ করছেন ।
তিনি আরও বলেন সত্যি করেই
করোনা ভারত সহ দেশেবিদেশের উৎসব অনুষ্ঠান পালনের রীতিগুলিকে সম্পুর্ন বদলে রেখে
দিয়েছে । এই কদিন আগে সারা দেশজুড়ে বিহু নববর্ষের মত অনুষ্ঠান পালিত হল । এবং এই
অনুষ্ঠানগুলিকে দেশবাসী ঘরে থেকে কত সুন্দরভাবে পালন করলেন ।
ইসাই ধর্মের উৎসব ইস্টারও
এবছর ঘরে থেকেই পালন করা হল । সাধারনত এই ধরনের উতসবে মানুষ বন্ধুবান্ধবদের সাথে
এবং বাড়ির বাইরে বেরিয়ে পালন করে । কিন্তু এইবছর দেশবাসী করোনা মহামারী জন্য বাড়ি
থেকেই পালন করেছেন । সকলেই সংযম রেখে লক ডাউনের পালন করেছেন ।
নিজের দেশ এবং নিজের সমাজের
প্রতি এই দায়িত্ব পালন আজকের এই পরিস্থিতিতে খুবই প্রয়োজন । তবেই আমরা করোনা
ভাইরাসের এই মহামারীকে আটকাতে পারবো । করোনার মত বিশ্ব মহামারীকে হারাতে পারবো ।
রমজান উপলক্ষ্য্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন দেখুন সেই ভিডিও
ভালো লাগলে লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করুন ।
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন