এবার এই রাজ্যে বেসরকারি বিদ্যালয়ের বেতন বৃদ্ধির বিরুদ্ধে আনা হল সরকারি আইন
Law Introduced to Prevent Increasing Private School Fees in Delhi Govt : করোনা মোকাবিলায় দেশের সরকার যখন বিপর্যস্ত ঠিক সেইসময় একই বিষয় নিয়ে দুই রাজ্যে দুইরকম দৃষ্টিভঙ্গী দেখা গেল ? করোনা ভাইরাসের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে অর্থনিতি এবং শিক্ষা । সকল সরকারই তাদের সামর্থ্যমত এর বিরুদ্ধে লড়াই করে চলেছে ।
আর এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে । এই সময়েও তারা নাকি বিদ্যালয় ফি বৃদ্ধি করছে । এমনকি যারা বিদ্যালয় ফি দিতে পারছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে বিদ্যালয় কতৃপক্ষ ।
লক ডাউনের ফলে বাড়িতে আবদ্ধ সারা দেশ । ছাত্র-ছাত্রীদের পড়াশোনাতে কোন ব্যাঘাত যাতে না ঘটে শুরু হয়েছে অনলাইন ক্লাস । আর যারা বেসরকারি স্কুলের বেতন মেটাতে পারছে না , তাদের এই অনলাইন ক্লাস থেকেও বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ।
আর এর বিরুদ্ধেই কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী ভিডিও বার্তার মাধ্যমে বেসরকারি স্কুলগুলির কাছে অনুরোধ করেছিলেন বর্তমান পরিস্থিতিতে বেতন বৃদ্ধির বিষয়টিকে মানবিকতার সাথে দেখার জন্য । এমনকি যারা বেতন দিতে পারছেন না এই পরিস্থিতিতে তাদের ক্ষেত্রেও বিবেচনা করতে বলেছেন শিক্ষামন্ত্রী ।
কিন্তু দিল্লী সরকার কোনরকম অনুরোধ উপরোধের দিকে হাঁটেননি । সরাসরি আইন তৈরি করে বেসরকারি স্কুলগুলির এই ধরনের অন্যায় গতিবিধির বিরুদ্ধে লাগাম লাগিয়েছেন ।
দিল্লী সরকার আইন করে জানিয়েছেন কোন বেসরকারি স্কুল এই অবস্থায় বেতন বৃদ্ধি করতে পারবে ন । যদি কেউ বেতন দিতে না পারে তাকে বিদ্যালয়ের কোনরকম সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না । বিদ্যালয়ের সকল শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের সময়ে বেতন দিতে হবে । এবং টিউশন ফি এর বাইরে পরিবহন ফি , উন্নয়ন ফি এর নামে কোনরকম বাড়তি ফি নেওয়া যাবে না ।
দুই রাজ্যের দুই মন্ত্রীর একই বিষয়ে দুইরকম প্রতিক্রিয়া ! কোনটি ভালো লাগলো ?
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE
সব খবর সবার আগে পেতে - CLICK HERE
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন