এবার এই রাজ্যে বেসরকারি বিদ্যালয়ের বেতন বৃদ্ধির বিরুদ্ধে আনা হল সরকারি আইন 

Law Introduced to Prevent Increasing Private School Fees in Delhi Govt
দুই রাজ্যের দুইরকম পদক্ষেপ বেতনবৃদ্ধি নিয়ে


Law Introduced to Prevent Increasing Private School Fees in Delhi Govt : করোনা মোকাবিলায় দেশের সরকার যখন বিপর্যস্ত ঠিক সেইসময় একই বিষয় নিয়ে দুই রাজ্যে দুইরকম দৃষ্টিভঙ্গী দেখা গেল ? করোনা ভাইরাসের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে অর্থনিতি এবং শিক্ষা । সকল সরকারই তাদের সামর্থ্যমত এর বিরুদ্ধে লড়াই করে চলেছে ।

আর এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে । এই সময়েও তারা নাকি বিদ্যালয় ফি বৃদ্ধি করছে । এমনকি যারা বিদ্যালয় ফি দিতে পারছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে বিদ্যালয় কতৃপক্ষ । 

লক ডাউনের ফলে বাড়িতে আবদ্ধ সারা দেশ । ছাত্র-ছাত্রীদের পড়াশোনাতে কোন ব্যাঘাত যাতে না ঘটে শুরু হয়েছে অনলাইন ক্লাস । আর যারা বেসরকারি স্কুলের বেতন মেটাতে পারছে না , তাদের এই অনলাইন ক্লাস থেকেও বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে । 

আর এর বিরুদ্ধেই কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী ভিডিও বার্তার মাধ্যমে বেসরকারি স্কুলগুলির কাছে অনুরোধ করেছিলেন বর্তমান পরিস্থিতিতে বেতন বৃদ্ধির বিষয়টিকে মানবিকতার সাথে দেখার জন্য । এমনকি যারা বেতন দিতে পারছেন না এই পরিস্থিতিতে তাদের ক্ষেত্রেও বিবেচনা করতে বলেছেন  শিক্ষামন্ত্রী । 

কিন্তু দিল্লী সরকার কোনরকম অনুরোধ উপরোধের দিকে হাঁটেননি । সরাসরি আইন তৈরি করে বেসরকারি স্কুলগুলির এই ধরনের অন্যায় গতিবিধির বিরুদ্ধে লাগাম লাগিয়েছেন ।

দিল্লী সরকার আইন করে জানিয়েছেন কোন বেসরকারি স্কুল এই অবস্থায় বেতন বৃদ্ধি করতে পারবে ন । যদি কেউ বেতন দিতে না পারে তাকে বিদ্যালয়ের কোনরকম সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না । বিদ্যালয়ের সকল শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের সময়ে বেতন দিতে হবে । এবং টিউশন ফি এর বাইরে পরিবহন ফি , উন্নয়ন ফি এর নামে কোনরকম বাড়তি ফি নেওয়া যাবে না । 


দুই রাজ্যের দুই মন্ত্রীর একই বিষয়ে দুইরকম প্রতিক্রিয়া ! কোনটি ভালো লাগলো ?





  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post