মুখ্যমন্ত্রী চালু করলেন স্নেহের পরশ প্রকল্প , জানুন কারা পাবেন সুবিধা ?
চালু হল "স্নেহের পরশ প্রকল্প" |
Mamata Banerjee Introduced "Sneher Parash" Scheme For Migrant Workers : আজ মুখ্যমন্ত্রী মমতা
ব্যানার্জী সমস্ত জেলার ডিএম এবং এসপি দের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং করেন
। একঘণ্টার উপরে সেই মিটিং এ পশ্চিমবঙ্গ সরকার করোনার বিরুদ্ধে কিভাবে লড়াই করবে
সেই নিয়ে হয় আলোচনা । সেই আলোচনায় উঠে আসে রাজ্যবাসীর সুবিধার্থে ঘোষিত বেশকিছু
প্রকল্পের কথা ।
করোনা মোকাবিলায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রকল্প চালু করেছেন ।
তিনি আজ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে সেইসকল প্রকল্প সম্বন্ধে বিস্তারিত কথা
বলেন । তিনি এও আলোচনা করেন কিভাবে এই সকল প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ।
এইসকল প্রকল্পের মধ্যে
অন্যতম কিছু প্রকল্পগুলি হল জয় জহর , জয় বাংলা , জয় তপশিলি বন্ধু প্রভৃতি । এছাড়াও
অসংগঠিত শ্রমিকদের করোনা পরিস্থিতিতে সাহায্যের উদ্দেশ্যে একটি প্রকল্প চালু হয়েছে
যার নাম “প্রচেষ্টা” । যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক তারা চাইলে এই প্রকল্পে
আবেদন করতে পারেন ।
অনলাইন এবং অফলাইন দুইভাবেই
“প্রচেষ্টা” প্রকল্পে আবেদন করা যাবে । অফলাইনে বিডিওর মাধ্যমে আবেদন করা যাবে ।
এরজন্য একটি নির্দিস্ট ফরম্যাট তৈরি করা হয়েছে ।
গত ১৫ ই এপ্রিল থেকে এই
প্রকল্পে আবেদন শুরু হয়েছে এবং আগামী ১৫ ই মে পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাওয়ার
জন্য আবেদন করা যাবে । এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এক
হাজার টাকা করে সরকারি সাহায্য পাবেন ।
মুখ্যমন্ত্রী মমতা
ব্যানার্জি শুক্রবার সাংবাদিক সম্মেলনে একটি নতুন প্রকল্পের সূচনা করেন । যার নাম
দেওয়া হয়েছে “স্নেহের পরশ” । আমাদের রাজ্যে যেমন ভিনরাজ্যের অনেক শ্রমিক ফেঁসে
আছেন , ঠিক তেমনই আমাদের রাজ্যেরও অনেক শ্রমিক ভিন রাজ্যে অনেক রয়েছেন ।
সেইসকল ফেঁসে থাকা
শ্রমিকদের সাহায্যার্থে “স্নেহের পরশ” প্রকল্পটি ঘোষনা করা হয়েছে । এই প্রকল্পের
সুবিধা পেতে অনালাইনে আবেদন করা যাবে । এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা পাওয়া
যাবে । তবে দুটি ধাপে সেই টাকা পাওয়া যাবে ।
প্রথম ধাপে পাঁচদিনের
স্পেশাল ডি এ পাওয়া যাবে । এবং এর পরের ধাপে বাকি টাকা পাওয়া যাবে । পেটিএম এবং
মোবাইলের মাধ্যমেই এই টাকা পাওয়া যাবে বলে জানিয়ের রাজ্যের মুখ্যসচিব ।
তিনি এও জানিয়েছেন যারা
আবেদন করবেন তারা আসলেই বাংলার বাসিন্দা কিনা আগে যাচাই করা হবে তারপরেই এই টাকা
দেওয়া হবে । এক্ষেত্রে যাচাই করবেন নির্দিস্ট জেলার ডিএম ।মুখ্যমন্ত্রী জানিয়েছেন
এই যাচাই প্রক্রিয়ায় যেন কোন ঢিলেমি না হয় । আবেদনের চব্বিশ ঘণ্টার মধ্যেই যে এই
যাচাই প্রক্রিয়া সম্পুর্ন করা হয় ।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন
আগামী সোমবার থেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকেরা ।
সরকারি সকল প্রকল্পের তথ্য পাওয়ার জন্য এই APP টিকে ডাউনলোড করুন -
CLICK HERE TO DOWNLOAD - কর্মসাথী প্রকল্প APP
Mamata Banerjee Introduced "Sneher Parash" Scheme For Migrant Workers
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE
সব খবর সবার আগে পেতে - CLICK HERE
Apely hotchey naa Shener paras ami keralate achi jodi kebolen khub opokrito hobo mobile 8670723960 Email hasanuzzamansk27@Gmailist.com
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন