LIVE: লক ডাউনের শেষ দিনে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কি বললেন দেখুন

PM Modi Speech to the nation last day of lockdown
লক ডাউনের শেষ দিনে প্রধানমন্ত্রীর বার্তা


PM Modi Speech to the nation last day of lockdown :

প্রধানমন্ত্রীর আজ কি কি ঘোষণা করলেন -

আমার নমস্কার সমগ্র দেশবাসীকে । করোনা মহামারীর ক্ষেত্রে ভারতের লড়াই অনেক সক্ষমতার সাথে এগিয়ে চলেছে । আপনাদের সকল দেশবাসীর তপস্যা এগিয়ে চলেছে । আপনাদের ত্যাগের কারনেই ভারত এখনো পর্যন্ত করোনা থেকে হওয়া লোকসান অনেকটাই ব্যহত করতে পেরেছে। 

আপনারা সবাই কষ্ট সহ্য করে নিজের দেশকে বাঁচিয়েছেন । আমদের দেশকে বাঁচিয়েছেন ।  আমি জানি আপনাদের কতটা কষ্ট হয়েছে । কার খাওয়ার সমস্যা । কারো আসা জাওয়ার সমস্যা । কেউ নিজের ঘর পরিবার থেকে অনেক দূরে আছেন । কিন্তু তারপরেও আপনারা দেশের জন্য একজন বাধ্য সিপাহীর মত নিজের কর্তব্য পালন করছেন । আমি সকলকে প্রনাম করছি ।

আমাদের সংবিধানে বলা হয়েছে “we the people” । এই শক্তির কথা বলা হয়েছে । এটাই তো সেই শক্তি ।  .
বাবাসাহেবের জন্মজয়ন্তীতে আমি ভারতবাসীর তরফ থেকে নিজদের সংঘবদ্ধ সক্তিই বাবাসাহেবের প্রতি সঠিক শ্রদ্ধাঞ্জলি । বাবাসাহেবের জীবন এটাই দেখায় যে পরিশ্রমের দ্বারা সকল সমস্যা কাটানোর প্রেরনা দেয় । 

বন্ধুরা বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসব রয়েছে । বৈশাখী , পহেলা বৈশাখ এরকম অনেক রাজ্যে নতুন বছরের শুরু হচ্ছে । লক ডাউনের এই বাঁধনের মধ্যে দেশের মানুষ যেভাবে নিয়ম পালন করছেন । যে ধৈর্যের মাধ্যমে বাড়িতে থেকে এই উৎসব পালন করছে তা খুবই প্রশংসনীয় । আমি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি । 

আজ সারা বিশ্বে করোনা মহামারি সম্বন্ধে আমরা ভাল করে জানি । ভারত অন্যদেশের তুলনায় কিভাবে মোকাবিলা করছে তাও আপনারা জানেন ।
যখন দেশে একটাও করোনা রোগী ছিল না তাঁর আগেই স্ক্রিনিং শুরু হয়ে যায় । করোনা আক্রান্ত যখন ১০০ ছাড়াই নি তখনি আমরা বিদেশ থেকে আসা সকলকে ১৪ দিনের আইসলেশন করার ব্যবস্থা হয় ।

যখন দেশে ৫৫০ করোনা রোগী ছিল তখনি ভারত ২১ দিনের লক ডাউন ঘোষণা করে । 
ভারত সমস্যা বাড়ার অপেক্ষা করে নি । বরং যখনই সমস্যা দেখা যায় তখনই সেটা আটকানোর আপ্রান চেষ্টা করে । আমরা খুব তারাতাড়ি পদক্ষেপ নিয়েছে ভারত । এটাই সঠিক ।

সামাজিক দুরত্ব বজায় এবং লকডাউন খুবই কার্যকরী হয়েছে । আর্থিক দিক থেকে হয়ত ক্ষতি হয়েছে কিন্তু দেশের জনগণের জীবনের থেকে বড় কিছু নেই ।

এটা এমন একটি পরিস্থিতি যা বলার জন্য । দুনিয়ার অন্য দেশের তুলনায় ভারত অনেক ভাল অবস্থায় রয়েছে ।

ভারত সময়ে যে পদক্ষেপ নিয়েছে তাঁর জন্যই এটাই সম্ভব হয়েছে । দেশের রাজ্য সরকারও খুবই দায়িত্বর সাথে লড়াই করেছে । 

সামাজিক বয়কট এবং লক ডাউন দারুন কার্যকরি । সীমিত সম্পদের সাহায্যেও ভারত যেভাবে এগিয়েছে সেই পথ সারা বিশ্বে আলচিত হচ্ছে ।

২৪ ঘণ্টা সবাই করোনা মোকাবিলা করেছে সবাই ।

ভারতেও করোনা মোকাবিলা আগামী দিনে কিভাবে চলবে ? মানুষের সমস্যা কিভাবে মেটানো যাবে ? এইসমস্ত চর্চা বিভিন্ন রাজ্য এটাও বলেছে যে লক ডাউন বাড়ানো হোক ।

বন্ধুরা সব কিছু আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩ মে পর্যন্ত লক ডাউন বাড়াতে হবে । তাই সবাইকে ৩ মে পর্যন্ত একইভাবে লক ডাউন পালন করতে হবে ।

নতুন কোন আর হট স্পট হতে দেওয়া চলবে না । যেসব ক্ষেত্র হটস্পট কম হবে সেখানে ২০ এপ্রিল থেকে কিছু ছাড় দেওয়া হবে ।

কিন্তু মনে রাখবেন লক ডাউনের মেনে চলতে হবে । আর যদি কোন এলাকায় করোনা ছাপ আবার নতুন করে পরে তাহলে যে জায়গায় পরবে সেখানে আবার এই ছাড় তুলে নেওয়া হবে ।

তাই নিজে সতর্ক থাকবেন । এবং অন্যকেও সতর্ক করবেন ।  কাল এই ব্যাপারে সরকারের তরফে বিস্তারিত নোটিশ দেওয়া হবে । কোথায় কি ধরণের ছাড় দেওয়া হবে সেই নোটিশ আগামী কাল সরকারের তরফে  জারি করা হবে ।

বন্ধুরা কিছু কিছু অঞ্চলে লক ডাউন ছাড় দেওয়া হবে । সেখানকার গরীব মানুষের কথা ভেবেই এই ছাড় দেওয়া হবে । প্রধান মন্ত্রী গরীব কল্যান প্রকল্পে এই সকল মানুষের কথা ভেবেই করা হয়েছে । কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে যাতে কৃষকদের অসুবিধা কম হয় ।

বন্ধুরা আমদের দেশে  করোনা মোকাবিলায় ২২০ টির উপর ল্যাব কাজ করছে  ।

ভারতে আমরা করোনা মোকাবিলায় এক লক্ষের উপর বেড তৈরি করেছি । বন্ধুরা আজ ভারতের কাছে কম সম্পদ থাকলেও আমাদের ভারতের বিজ্ঞানীদের কাছে আবেদন আপনারা এগিয়ে আসুন । করোনার ভ্যাকসিন তৈরি করার জন্য এগিয়ে আসুন ।

আমরা যদি একসাথে লড়াই করি তাহলে জয় নিশ্চিত । আমার বক্তব্য শেষ করার আগে আমি দেশবাসীর কাছে ৭ টি অনুরোধ রাখছি -


১. ঘরের বয়স্কদের প্রতি মনোযোগ দিন । যাদের অন্য রোগ আছে তাদের বেশি করে যত্ন নিন ।


২.  লক ডাউন সম্পূর্ণ রুপে পালন করুন । ঘরের তৈরি মাস্ক ব্যবহার করুন ।

৩. নিজের ইমিউনিতি বাড়ানোর জন্য আয়ুশ মন্তালয় অনুসারে দেওয়া নিরদেশ পালন করুন । গরম জল খান ।

৪. আরোগ্য সেতু মোবাইল app অবশ্যই ডাউনলোড করুন । এবং অন্যকে ডাউনলোড করতে উৎসাহিত করুন ।

৫. যত বেশি সম্ভব গরীব মানুষদের দেখাশোনা করুন । তাদের খাদ্যের যোগানের ব্যবস্থা করুন ।

৬. আপনার ব্যবসা তথা প্রতিষ্ঠানে কাজ করা মানুষের প্রতি নজর দিন । তাদের কাজ থেকে বহিস্কার করবেন না ।

৭. দেশের করোনা যোদ্ধাদের আমরা সম্মান করবো । ডাক্তার , নার্স , সাফাইকর্মী এনাদের সম্মান জানান ।

বন্ধুরা এই সাতটি অনুরোধে আপনাদের সাহায্য দরকার । এই সপ্তপদী পালন করুন । সম্পুর্ন নিষ্ঠার সাথে লক ডাউন করুন ।
আমরা সবাই মিলে এই দেশকে জীবন্ত এবং জাগ্রত করে রাখবো । আপনাদের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি ।

প্রধানমন্ত্রীর সাতটি অনুরোধ দেখুন সেই ভিডিও






    MOST IMPORTANT LINKS    

শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE

1 Comments

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

  1. সর্ব দিক দিয়ে এগিয়ে বাংলা,দিন খাটে দিন খায়, এমন মানুষের অন্নের অভাব। গরিবের সাহায্য করুন।

    ReplyDelete

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post