LIVE: লক ডাউনের শেষ দিনে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কি বললেন দেখুন
লক ডাউনের শেষ দিনে প্রধানমন্ত্রীর বার্তা |
PM Modi Speech to the nation last day of lockdown :
প্রধানমন্ত্রীর আজ কি কি ঘোষণা করলেন -
আমার নমস্কার সমগ্র দেশবাসীকে । করোনা মহামারীর ক্ষেত্রে ভারতের লড়াই অনেক সক্ষমতার সাথে এগিয়ে চলেছে । আপনাদের সকল দেশবাসীর তপস্যা এগিয়ে চলেছে । আপনাদের ত্যাগের কারনেই ভারত এখনো পর্যন্ত করোনা থেকে হওয়া লোকসান অনেকটাই ব্যহত করতে পেরেছে।
আপনারা সবাই কষ্ট সহ্য করে নিজের দেশকে বাঁচিয়েছেন । আমদের দেশকে বাঁচিয়েছেন । আমি জানি আপনাদের কতটা কষ্ট হয়েছে । কার খাওয়ার সমস্যা । কারো আসা জাওয়ার সমস্যা । কেউ নিজের ঘর পরিবার থেকে অনেক দূরে আছেন । কিন্তু তারপরেও আপনারা দেশের জন্য একজন বাধ্য সিপাহীর মত নিজের কর্তব্য
পালন করছেন । আমি সকলকে প্রনাম করছি ।
আমাদের সংবিধানে বলা হয়েছে “we the people” । এই শক্তির কথা বলা হয়েছে । এটাই তো সেই শক্তি । .
বাবাসাহেবের জন্মজয়ন্তীতে আমি ভারতবাসীর তরফ থেকে নিজদের সংঘবদ্ধ সক্তিই বাবাসাহেবের প্রতি সঠিক শ্রদ্ধাঞ্জলি । বাবাসাহেবের জীবন এটাই দেখায় যে পরিশ্রমের দ্বারা সকল সমস্যা কাটানোর প্রেরনা দেয় ।
বন্ধুরা বর্তমানে দেশের বিভিন্ন
জায়গায় বিভিন্ন উৎসব রয়েছে । বৈশাখী , পহেলা বৈশাখ এরকম অনেক রাজ্যে নতুন বছরের শুরু
হচ্ছে । লক ডাউনের এই বাঁধনের মধ্যে দেশের মানুষ যেভাবে নিয়ম পালন করছেন । যে ধৈর্যের মাধ্যমে বাড়িতে থেকে এই উৎসব পালন করছে তা খুবই প্রশংসনীয় । আমি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ।
আজ সারা বিশ্বে করোনা মহামারি সম্বন্ধে আমরা ভাল করে জানি । ভারত অন্যদেশের তুলনায় কিভাবে
মোকাবিলা করছে তাও আপনারা জানেন ।
যখন দেশে একটাও করোনা রোগী ছিল না তাঁর
আগেই স্ক্রিনিং শুরু হয়ে যায় । করোনা আক্রান্ত যখন ১০০ ছাড়াই নি তখনি আমরা বিদেশ থেকে
আসা সকলকে ১৪ দিনের আইসলেশন করার ব্যবস্থা হয় ।
যখন দেশে ৫৫০ করোনা রোগী ছিল তখনি ভারত ২১ দিনের লক ডাউন ঘোষণা করে ।
ভারত সমস্যা বাড়ার অপেক্ষা করে নি
। বরং যখনই সমস্যা দেখা যায় তখনই সেটা আটকানোর আপ্রান চেষ্টা করে । আমরা খুব তারাতাড়ি পদক্ষেপ নিয়েছে ভারত । এটাই সঠিক ।
সামাজিক দুরত্ব বজায় এবং লকডাউন খুবই কার্যকরী হয়েছে । আর্থিক দিক থেকে হয়ত ক্ষতি হয়েছে কিন্তু দেশের জনগণের জীবনের থেকে বড় কিছু নেই ।
এটা এমন একটি পরিস্থিতি যা
বলার জন্য । দুনিয়ার অন্য দেশের তুলনায় ভারত অনেক ভাল অবস্থায় রয়েছে ।
ভারত সময়ে যে পদক্ষেপ
নিয়েছে তাঁর জন্যই এটাই সম্ভব হয়েছে । দেশের রাজ্য সরকারও খুবই দায়িত্বর সাথে লড়াই করেছে ।
সামাজিক বয়কট এবং লক ডাউন
দারুন কার্যকরি । সীমিত সম্পদের সাহায্যেও ভারত যেভাবে এগিয়েছে সেই পথ সারা বিশ্বে
আলচিত হচ্ছে ।
২৪ ঘণ্টা সবাই করোনা
মোকাবিলা করেছে সবাই ।
ভারতেও করোনা মোকাবিলা
আগামী দিনে কিভাবে চলবে ? মানুষের সমস্যা কিভাবে মেটানো যাবে ? এইসমস্ত চর্চা
বিভিন্ন রাজ্য এটাও বলেছে যে লক ডাউন বাড়ানো হোক ।
বন্ধুরা সব কিছু আলোচনা করে
এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৩ মে পর্যন্ত লক ডাউন বাড়াতে হবে । তাই সবাইকে ৩ মে পর্যন্ত একইভাবে লক ডাউন পালন করতে হবে ।
নতুন কোন আর হট স্পট হতে দেওয়া চলবে না । যেসব ক্ষেত্র হটস্পট কম হবে সেখানে ২০ এপ্রিল থেকে কিছু ছাড় দেওয়া হবে ।
কিন্তু মনে রাখবেন লক ডাউনের মেনে চলতে হবে । আর যদি কোন এলাকায় করোনা ছাপ আবার নতুন করে পরে তাহলে যে জায়গায় পরবে সেখানে আবার এই ছাড় তুলে নেওয়া হবে ।
তাই নিজে সতর্ক থাকবেন । এবং অন্যকেও সতর্ক করবেন । কাল এই ব্যাপারে সরকারের তরফে বিস্তারিত নোটিশ দেওয়া হবে । কোথায় কি ধরণের ছাড় দেওয়া হবে সেই নোটিশ আগামী কাল সরকারের তরফে জারি করা হবে ।
বন্ধুরা কিছু কিছু অঞ্চলে লক ডাউন ছাড় দেওয়া হবে । সেখানকার গরীব মানুষের কথা ভেবেই এই ছাড় দেওয়া হবে । প্রধান মন্ত্রী গরীব কল্যান প্রকল্পে এই সকল মানুষের কথা ভেবেই করা হয়েছে । কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে যাতে কৃষকদের অসুবিধা কম হয় ।
বন্ধুরা আমদের দেশে করোনা মোকাবিলায় ২২০ টির উপর ল্যাব কাজ করছে ।
ভারতে আমরা করোনা মোকাবিলায় এক লক্ষের উপর বেড তৈরি করেছি । বন্ধুরা আজ ভারতের কাছে কম সম্পদ থাকলেও আমাদের ভারতের বিজ্ঞানীদের কাছে আবেদন আপনারা এগিয়ে আসুন । করোনার ভ্যাকসিন তৈরি করার জন্য এগিয়ে আসুন ।
আমরা যদি একসাথে লড়াই করি তাহলে জয় নিশ্চিত । আমার বক্তব্য শেষ করার আগে আমি দেশবাসীর কাছে ৭ টি অনুরোধ রাখছি -
১. ঘরের বয়স্কদের প্রতি মনোযোগ দিন । যাদের অন্য রোগ আছে তাদের বেশি করে যত্ন নিন ।
২. লক ডাউন সম্পূর্ণ রুপে পালন করুন । ঘরের তৈরি মাস্ক ব্যবহার করুন ।
৩. নিজের ইমিউনিতি বাড়ানোর জন্য আয়ুশ মন্তালয় অনুসারে দেওয়া নিরদেশ পালন করুন । গরম জল খান ।
৪. আরোগ্য সেতু মোবাইল app অবশ্যই ডাউনলোড করুন । এবং অন্যকে ডাউনলোড করতে উৎসাহিত করুন ।
৫. যত বেশি সম্ভব গরীব মানুষদের দেখাশোনা করুন । তাদের খাদ্যের যোগানের ব্যবস্থা করুন ।
৬. আপনার ব্যবসা তথা প্রতিষ্ঠানে কাজ করা মানুষের প্রতি নজর দিন । তাদের কাজ থেকে বহিস্কার করবেন না ।
৭. দেশের করোনা যোদ্ধাদের আমরা সম্মান করবো । ডাক্তার , নার্স , সাফাইকর্মী এনাদের সম্মান জানান ।
বন্ধুরা এই সাতটি অনুরোধে আপনাদের সাহায্য দরকার । এই সপ্তপদী পালন করুন । সম্পুর্ন নিষ্ঠার সাথে লক ডাউন করুন ।
আমরা সবাই মিলে এই দেশকে জীবন্ত এবং জাগ্রত করে রাখবো । আপনাদের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি ।
প্রধানমন্ত্রীর সাতটি অনুরোধ দেখুন সেই ভিডিও
MOST IMPORTANT LINKS
শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE
To get updated in the English language - CLICK HERE
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE
সর্ব দিক দিয়ে এগিয়ে বাংলা,দিন খাটে দিন খায়, এমন মানুষের অন্নের অভাব। গরিবের সাহায্য করুন।
ReplyDeletePost a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন