LPG Cylinder Booking Charges Increase : আবার গ্যাসের
পিছনে খরচ বাড়তে চলেছে । জানা যাচ্ছে সামনের মাস থেকেই এই খরচ বাড়বে । নানান ইউটিলিটি
বিল যেমন গ্যাস সিলিন্ডার,
বিদ্যুতের বিল, জল
কর পেমেন্ট সমস্ত কিছুর জন্যই সারচার্জ
লাগবে । যার জন্য গ্যাস বুকিং এবং বিদ্যুতের বিল বুকিংয়ে
খরচ বাড়তে চলেছে । এই চার্জ
একটি বেসরকারি ব্যাঙ্ক
IDFC ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারীদের জন্য চালু হয়েছে । IDFC
দেশের জনপ্রিয় একটি বেসরকারি
ব্যাংক । এই নিয়ম চালু করা হবে ইয়েস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্যেও
।
জানা যাচ্ছে,
গ্রাহকদের এই চার্জ দিতে হবে সামনে মাস থেকেই । অর্থাৎ ১ লা মে থেকেই এই নিয়ম চালু
করা হবে । এর আগে বহু ব্যাংক ইউটিলিটি বিল, ইন্স্যুরেন্স এবং ভাড়া পরিশোধে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া বন্ধ করে । এরপর গ্রাহকদের
উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সারচার্জ । চলুন দেখে নেওয়া যাক কোন ব্যাংকের ক্রেডিট কার্ডে
কত সারচার্জ লাগবে ।
YES BANK এর
নিয়ম –
ইয়েস ব্যাংক
ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে । এই ব্যাংকের গ্রাহকদের
ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্টে এবার লাগবে
সারচার্জ । ১৫ হাজার টাকা বেশি ইউটিলিটি বিল পেমেন্টের উপর ১% সারচার্জ লাগবে । এর
পাশাপাশি GST দিতে হবে গ্রাহকদের । কিন্তু যাদের ইয়েস ব্যাঙ্ক প্রাইভেট ক্রেডিট রয়েছে তাদের ক্রেডিট কার্ডে
পেমেন্ট করার সময় কোন সারচার্জ লাগবে না ।
IDFC ফার্স্ট
ব্যাঙ্কের নিয়ম –
IDFC ফার্স্ট
ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে
১ স্টেটমেন্ট সাইকেলে ২০ হাজার টাকা বেশি ইউটিলিটি বিল পেমেন্টের উপর ১% সারচার্জ লাগবে
। এর পাশাপাশি GST দিতে হবে গ্রাহকদের । কিন্তু ইউটিলিটি সারচার্জের এই নিয়মটি ফার্স্ট
প্রাইভেট ক্রেডিট কার্ড, LIC ক্লাসিক ক্রেডিট কার্ড এবং LIC সিলেক্ট ক্রেডিট কার্ডের জন্য নয় । এর বাইরে যেসব ক্রেডিট
কার্ড রয়েছে তাদের সারচার্জ দিতে হবে ।
উদাহরণ স্বরূপ
বলতে গেলে IDFC ফার্স্ট
ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারক যদি পেমেন্ট সার্কেলের মধ্যে ৩০ হাজার টাকা খরচ
করেন তাহলে সেক্ষেত্রে তাকে অতিরিক্ত ১০ হাজার টাকার উপর ১% চার্জ ও GST প্রদান করতে
হবে । অর্থাৎ গ্রাহককে ৩০ হাজার টাকার ১% প্রদান করতে হলে তাকে অতিরিক্ত ৩০০ টাকা প্রদান
করতে হবে এবং এর পাশাপাশি GST দিতে হবে ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন