PM Surya Ghar Yojana

PM Surya Ghar Yojana : কেন্দ্র সরকারের তরফে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছে । এই প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করছেন । যেটি নতুন পুনর্নবীকরণ শক্তি মন্ত্রকের অধীনে শুরু হয়েছে । এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে যাবে । প্রকল্পটি ২০২৪ সালেই শুরু করা হবে । ১৫ ফ্রেবুয়ারি ২০২৪ তারিখ থেকে এই প্রকল্প শুরু হবে । এই প্রকল্পের ফলে গ্রামের মানুষদের অনেক উপকার হবে । বহু মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পাবে ।

এই প্রকল্পটি হচ্ছে একটি ভর্তুকি প্রকল্প । বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর জন্য সাধারণ মানুষদের ভর্তুকি দেওয়া হবে । এই প্রকল্পের মাধ্যমে ৪০% ভর্তুকি দেওয়া হবে । জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১ কোটি বাড়ি উপকৃত হবে । কেন্দ্র সরকার এই প্রকল্পের অধীনে প্রত্যেক বছর ৭৫,০০০ কোটি টাকা পর্যন্ত খরচ করবে । এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কয়েকটি পদ্ধতি আছে । গ্রাহকদের অনলাইনে আবেদন করতে হবে ।

এই প্রকল্পের মাধ্যমে কীভাবে উপকৃত হবেন –

ধরা যাক, আপনার মাসে বিদ্যুতের জন্য খরচ হয় ১৫০ ইউনিট । তাহলে আপনার ১ – ২ কিলোওয়াট সোলার প্যানেল ইনস্টল করা উচিৎ । সেক্ষেত্রে এই সোলার প্যানেলের জন্য সরকার আপনাকে ৩০,০০০ – ৬০,০০০ টাকা ভর্তুকি দেবে । এই ভাবেই সরকারের কাছ থেকে আপনি সাহায্য পাবেন ।

অনলাইন আবেদন পদ্ধতি -

১. প্রথমে https://pmsuryaghar.gov.in/  এই ওয়েবসাইটে যেতে হবে ।

২. এরপর রাজ্য, বিদ্যুৎ বিতরণ কোম্পানি, বিদ্যুৎ বিল নম্বর, মোবাইল নম্বর রেজিস্টার করার জন্য একটি ইমেল লিখতে হবে ।

৩. মোবাইল এবং ভোক্তা নম্বর দিয়ে লগইন করতে হবে ।

৪. তারপর অনলাইন আবেদন পূরণ করতে হবে ।

৫. Discom থেকে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে ।

৬. অনুমোদন পেয়ে গেলে Discom –এর রেজিস্টার বিক্রেতার কাছ থেকে সোলার ইনস্টল করতে হবে ।  

৭. ইনস্টলেশন হয়ে গেলে নেট মিটারের জন্য আবেদন করতে হবে ।

৮. নেট মিটার ইনস্টলেশন হয়ে গেলে এবং Discom যাচাই করার পরে পোর্টাল থেকে কমিশনিং শংসাপত্র বানানো হবে ।

৯. এরপর পোর্টালে ব্যাংকের কিছু তথ্য প্রদান করতে হবে । এরপর আপনারা ১ মাসের মধ্যে ভর্তুকিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ।

১০. এরফলে সাধারণ মানুষের অনেক উপকার হবে ।

 প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now


 

 

 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post