New Swarnima Loan Scheme : কেন্দ্র
সরকারের প্রচেষ্টায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে একটি নতুন স্কিম চালু করা হয়েছে
। এই স্কিমের মাধ্যমে মহিলারা অনেক সুযোগ সুবিধা পাবে । দেশের সমস্ত মহিলাদের কথা ভেবেই
এই প্রকল্প চালু করা হয়েছে । এই প্রকল্প মহিলাদের পড়াশোনা থেকে ব্যবসা সমস্ত কিছুতেই
সাহায্যে করবে । তো চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্প সম্পর্কে ।
আমরা আজ
আলোচনা করব ‘স্বর্ণিমা’ স্কিম সম্পর্কে
। এটি কেন্দ্র সরকারের একটি ঋণ প্রকল্প । যেটি শুধুমাত্র মহিলাদের জন্য চালু করা হয়েছে
। অনগ্রসর শ্রেণির
দরিদ্র মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে
এই প্রকল্প চালু করেছেন এই দেশের প্রধানমন্ত্রী । এই স্কিমের নাম নতুন স্বর্ণিমা লোন স্কিম । NBCFDC (ন্যাশনাল
ব্যাকওয়ার্ড
ক্লাস
ফিনান্স
অ্যান্ড
ডেভেলপমেন্ট
কর্পোরেশন
) এই স্কিমটি শুরু
করেছেন ।
কি কি সুবিধা পাওয়া যাবে ?
সমস্ত অনগ্রসর শ্রেণির মহিলারা এই ‘স্বর্ণিমা’ স্কিমের আওতায় আসতে পারবেন ।
পড়াশোনার খরচ চালানো, যেকোনো ধরণের ব্যবসা, চিকিৎসার খরচ, বাড়িঘর তৈরি, সন্তানের
পড়াশোনার খরচ কিংবা পুরনো ব্যবসা বাড়ানোর জন্য এই লোন নিতে পারবে । এই স্কিমের অধীনে
কেন্দ্র সরকার ৩ লক্ষ টাকা বার্ষিক আয় থাকা পরিবারের মহিলাদের লোন দিচ্ছে । এই স্কিমে
সর্বাধিক ২ লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছে । এই লোনে আবেদন করার জন্য গ্রাহকদের আয়ের শংসাপত্র, বাসস্থানের প্রমাণপত্র, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, জাতীয়তা শংসাপত্র দেখাতে হবে ।
সুদের হার -
এই লোনের
সুদের হারও অনেক কম । এই লোন নিলে গ্রাহকদের বার্ষিক ৫% সুদ লাগবে । যেটি অন্যান্য
লোনের থেকে অনেক কম । গ্রাহককে প্রত্যেক মাসে সুদ দিতে হবে না, কিন্তু এর পরিবর্তে
প্রত্যেক ৩ মাসে এই ঋণের EMI দিতে হবে । লোন পরিশোধ করার জন্য গ্রাহকেরা সর্বোচ্চ ৮
বছর সময় পাবে ।
এই লোন সম্পর্কিত
আরও বিস্তারিত তথ্যের জন্য www.nbcfdc.gov.in-
- ওয়েবসাইটে যেতে পারেন এবং
18001023399 টোল ফ্রি
নাম্বারে যোগাযোগ করতে পারেন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন