Check Your Name in Voters List

Check Your Name in Voters List : খুব শীঘ্রই শুরু হতে চলেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন । জানা গেছে সারা দেশে ৭ টি ধাপে লোকসভা ভোট হবে । ১৯ এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হবে । অন্ধপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল এই এই ৪ টি রাজ্য বিধানসভায় একই সাথে ভোট হওয়ার কথা রয়েছে । ৮ই জুন থেকে ভোট গণনার কথা রয়েছে । এর আগেই বলেছি দেশে মোট ৭ দফায় ভোট হবে । কবে কোন রাজ্যে ভোট হবে সেটি নিচে দেওয়া হল ।

পশ্চিমবঙ্গের কোথায় কবে ভোট?

প্রথম দফা –

১৯ এপ্রিল -কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

দ্বিতীয় দফা –

২৬ এপ্রিল -রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং

তৃতীয় দফা –

৭ মে - মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর

চতুর্থ দফা –

১৩ মে - বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল

পঞ্চম দফা –

২০ মে - শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ

ষষ্ঠ দফা –

২৫ মে - পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর

সপ্তম দফা –

১ জুন - উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম

ভোটের আগে জেনে নেওয়া দরকার আপনার ভোটার তালিকায় নাম আছে কিনা । আপনার মনে প্রশ্ন আসবেই, যে কীভাবে ভোটার তালিকায় নাম আছে কিনা সেটি চেক করবেন । দেশে স্বচ্ছ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সবসময় দায়বদ্ধ । এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করছে নির্বাচন কমিশন । কমিশন একারণে ভোটার হেল্প অ্যাপ চালু করেছে । যার মাধ্যমে ভোটারদের ভোটার কার্ডের বৈধ্তা বা ভোটার নিবন্ধন স্থিতি পরীক্ষা করা যাবে ।

ভোটার তালিকায় নাম আছে কিনা সেটি কীভাবে চেক করবেন ?  

বিভিন্ন ভাবে আপনি ভোটার তালিকা যাচাই করতে পারেন অনলাইনে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা দেখতে হলে নিচে দেখুন । যথা –

প্রথমত –

প্রথমে সরকারের নির্বাচনী অনুসন্ধান ওয়েবসাইটে যেতে হবে (https://electoralsearch.eci.gov.in/)

দ্বিতীয়ত –

খুব সহজেই ৩ ভাবে আপনি আপানার নাম অনুসন্ধান করতে পারবেন । ভোটার কার্ডের নাম্বার দিয়ে, ব্যক্তিগত তথ্য দিয়ে অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন ।

তৃতীয়ত –

এবার যথা স্থানে ক্যাপচা কোড লিখতে হবে ।

চতুর্থ –

অন্যান্য সকল তথ্য যথাযথ ভাবে পূরণ করে ‘Search’ বোতামে ক্লিক করতে হবে । তাহলেই ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা তা দেখিয়ে দেবে ।

প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now


 

 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post