Mini Washing Machine Price

Mini Washing Machine Price : কাপড় কাচার ঝামেলা থেকে এবার মুক্তি পান । এবার স্বল্প মূল্যে পেয়ে যাবেন ওয়াশিং মেশিন । খুব সহজেই এই মেশিনের সাহায্যে জামা কাপর কাচা সম্ভব । বাড়িতে নিয়ে আসুন স্বল্প মূল্যের এই মেশিনটি । আজ আপনাদের সামনে একটি দুর্দান্ত মেশিন সম্পর্কে আলোচনা করব ।   

এই রাজ্যের বিভিন্ন স্থানে প্রচণ্ড ঠাণ্ডা পড়েছে । এই ঠাণ্ডায় বাড়ির মহিলাদের সমস্ত কাজ করতে হয় খুবই অসুবিধা হয় । যেমন বাসন মাজা থেকে শুরু জামা কাপড় পরিষ্কার করা । ঠাণ্ডার সময়ে বাড়ির মহিলাদের কাজের সুবিধার জন্য এই মেশিনটি অনেক উপকারি । এবার তাদের সুবিধার জন্য বাজারে আনা হয়েছে নতুন একটি জামা কাপড় কাচার যন্ত্র ।

অনেকেই আছে যারা হাজার হাজার টাকা খরচ করে ওয়াশিং কিনতে পারে না । তার ফলে তাদের নিজেদেরই এই ঠাণ্ডার মধ্যে সমস্ত কাজ করতে হয় । এবার আর নিজেকে কষ্ট করে জামা কাপড় কাচতে হবে না । ছোট্ট এই মেশিনটি বাড়িতে নিয়ে আসুন । আর এই শীতের হাত থেকে নিজেকে সরিয়ে রাখুন । এই মেশিনটি কিনলে আপনাদের অনেক সুবিধা হবে । এই মেশিনটি হচ্ছে পোর্টেবল ওয়াশিং মেশিন । তো চলুন জেনে নেওয়া যাক মেশিনটির নাম সহ সমস্ত তথ্য ।

পোর্টেবল ওয়াশিং মেশিন –

এই মেশিনটি ব্যবহার করা খুবই সহজ এবং দামও খুব কম । এই মেশিনটি যেকোনো বালতি বা ট্র্যাঙ্কে রেখে দিলেই হয়ে যাবে কাজ । এই পোর্টেবল ওয়াশিং মেশিনটির খুব স্বল্প মূল্যে পাবেন । এটি হচ্ছে একটি মিনি ওয়াশিং মেশিন ।  এটি হচ্ছে মিনি ইলেকট্রিক টারবাইন মেশিন । এই মেশিনটি জলকে ঘোরাতে কাজ করে । যেমন একটি ওয়াশিং মেশিন কাজ করে । এটিতে খুব সহজেই জামা কাপড় পরিষ্কার করা যায় । যেকোনো বালতিতেই এটি ব্যবহার করা যেতে পারে । এছাড়া ওয়াশিং মেশিন ব্যবহার করলে প্রচুর ব্যয় হয় । এই মেশিন ব্যবহার করলে আপনার টাকাও বাঁচবে ।

কোথায় পাবেন এই মেশিনটি ?

খুব সহজেই অনলাইনে এই মেশিনটি পেয়ে যাবেন । amazon, Flipkart থেকে এই মেশিনটি অর্ডার করতে পারবেন । এছাড়া স্থানীয় বাজার থেকেও এই মেশিনটি পেয়ে যাবেন ।

মেশিনটির দাম –

এই মেশিনটির দাম মাত্র ১৬,০০০ টাকা

এই মেশিনটি পেয়ে যাবেন ৯ লিটারের । মেশিনটি ছোট হওয়ার কারণে বড় ওয়াশিং মেশিনের তুলনায় জায়গাও কম লাগে । এখুনি এই মেশিনটি কিনুন আর জামা কাপড় খুব সহজেই পরিষ্কার করুন । এই মেশিনটির লিংক নিচে দেওয়া হল ।

Portable Washing Machine -BUY Now 

প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

   

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post