itel A70 Price : ভারতের প্রথম মাত্র 5,999 টাকায় 256 GB স্টোরেজের স্মার্টফোন! জানুন তথ্য

 

itel A70 Price

 নতুন বছরের শুরুতেই বিভিন্ন সস্তার ফোন বাজারে আসছে চলতি বছরেই itel – ও সেই তালিকায় নাম লিখিয়েছে itel কোম্পনির নতুন স্মার্টফোন itel A70 লঞ্চ হয়েছে এই ফোনটি ভারতের প্রথম ফোন, যেটি 256 জিবি স্টোরেজ সহ লঞ্চ হয়েছে সবচেয়ে অবাক করা ব্যপার হল ফোনটির দাম খুবই কম । মাত্র 8,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন এই ফোন এই ফোনটিতে 12GB RAM সাপোর্ট রয়েছেএছাড়া ফোনে ডায়নামিক বার অপশন পাওয়া যাবে এই ফোনটি চারটি দুর্দান্ত রঙে লঞ্চ করা হয়েছে এই চারটি রং হচ্ছে ফিল্ড গ্রিন, অ্যাজুর ব্লু, গোল্ড এবং স্টাইলিশ ব্ল্যাক সস্তার এই ফোনটি জানুয়ারি থেকে অনলাইন এবং অফলাইনে বিক্রি শুরু হবে চাইলেই এই ফোনটি অফলাইন অথবা অনলাইনে কিনতে পারেন ।

ফোনের ফিচার স্পেসিফিকেশন -

itel A70 এই ফোনে আছে 12GB RAM সাপোর্ট । itel A70 ফোনটিতে ডায়নামিক বার সাপোর্ট দেওয়া হয়েছে । এই ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চি HD+ ডিসপ্লে । এর পাশাপাশি ফোনটি 120Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে । এই ফোনে ডায়নামিক বার থেকে নোটিফিকেশন পাওয়া যায় এই ফোনটির ক্যামেরাও দারুন । itel A70 ফোনটিতে একটি 13MP HDR রিয়ার ক্যামেরা রয়েছে । এই ক্যামেরার সাথে সাথে একটি 8MP AI সেলফি ক্যামেরা আছে । 5000 mAh ব্যাটারি সাপোর্ট সহ আসে এই ফোনটি । ফোনটিতে ডুয়েল সিকিওরিটির পাশাপাশি ফেস আনলক এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে । কোম্পানির দাবি ফোনটির ব্যাটারি লাইফ অনেক বেশি এই ফোনে চার্জ করার জন্য টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে । itel A70 ফোন 8.6 মিলিমিটার পুরু । কানেক্টিভিটি অপশনও খুব ভালো ।  কানেক্টিভিটি অপশনও হিসেবে এই ফোনে 4G, ওয়াই-ফাই 802.11, ব্লুটুথ 5.0, জিপিএস/গ্লোনাস, টাইপ-সি ইউএসবি সাপোর্ট রয়েছে

itel A70 ফোনটির দাম কত?

এই itel A70 স্মার্টফোনের দাম মাত্র 7,999 টাকা । 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 7,299 টাকা । আবার আপনার বাজেট কম হলে সেক্ষেত্রে এই মডেলের আরও কম দামি ফোন নিতে পারেন । 12GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6,799 টাকা । একই ভাবে 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6,299 টাকা । এই ফোনটিতে অক্টা-কোর প্রসেসর রয়েছে । এর পাশাপাশি রয়েছে দুর্দান্ত সব ফিচার । এই ফোন কেনা যাবে অ্যামাজন -কমার্স সংস্থা থেকে বিভিন্ন অফলাইন স্টোরেও এই ফোন পাবেন । ব্যাঙ্ক অফার যুক্ত হলে এই ফোনের বেস মডেল কিনতে পারবেন মাত্র 5,999 টাকায়

BUY NOW


প্রতিবেদনটি
 আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

 

 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post