itel A70 Price : ভারতের প্রথম মাত্র 5,999 টাকায় 256 GB স্টোরেজের স্মার্টফোন! জানুন তথ্য
ফোনের ফিচার ও স্পেসিফিকেশন -
itel A70 এই ফোনে আছে 12GB RAM সাপোর্ট । itel A70 ফোনটিতে ডায়নামিক বার সাপোর্ট দেওয়া হয়েছে । এই ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চি HD+ ডিসপ্লে । এর পাশাপাশি ফোনটি 120Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে । এই ফোনে ডায়নামিক বার থেকে নোটিফিকেশন পাওয়া যায় । এই ফোনটির ক্যামেরাও দারুন ।
itel
A70 ফোনটিতে একটি 13MP HDR রিয়ার ক্যামেরা রয়েছে । এই ক্যামেরার সাথে সাথে একটি 8MP AI সেলফি ক্যামেরা আছে । 5000 mAh ব্যাটারি সাপোর্ট সহ আসে এই ফোনটি । ফোনটিতে ডুয়েল সিকিওরিটির পাশাপাশি ফেস আনলক এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে । কোম্পানির দাবি ফোনটির ব্যাটারি লাইফ অনেক বেশি । এই ফোনে চার্জ করার জন্য টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে । itel A70 ফোন 8.6 মিলিমিটার পুরু । কানেক্টিভিটি অপশনও খুব ভালো । কানেক্টিভিটি অপশনও হিসেবে এই ফোনে 4G, ওয়াই-ফাই 802.11, ব্লুটুথ 5.0, জিপিএস/গ্লোনাস, টাইপ-সি ইউএসবি সাপোর্ট রয়েছে ।
itel A70 ফোনটির দাম কত?
এই itel A70 স্মার্টফোনের দাম মাত্র 7,999 টাকা । 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 7,299 টাকা । আবার আপনার বাজেট কম
হলে সেক্ষেত্রে এই মডেলের আরও কম দামি ফোন নিতে পারেন । 12GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6,799 টাকা । একই ভাবে 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6,299 টাকা । এই ফোনটিতে অক্টা-কোর প্রসেসর রয়েছে । এর পাশাপাশি রয়েছে দুর্দান্ত সব ফিচার । এই ফোন কেনা যাবে অ্যামাজন ই-কমার্স সংস্থা থেকে । বিভিন্ন অফলাইন স্টোরেও এই ফোন পাবেন
। ব্যাঙ্ক অফার যুক্ত হলে এই ফোনের বেস মডেল কিনতে পারবেন মাত্র 5,999 টাকায় ।
BUY NOW
প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।
আমাদের Whatsapp চ্যানেল | |
আমাদের Facebook চ্যানেল | |
আমাদের Telegram গ্রুপ |
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন