Latest Bank Scams : ওটিপি ছাড়াই খালি হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট! বাঁচবেন কীভাবে?  

Latest Bank Scams


আমরা প্রায় শুনতে পায় হটাৎই অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়ার কথা । অথবা এরকম ধরণের নানান জালিয়াতির কথা আমাদের কানে আসে । কেউ কেউ এর শিকারও হয়েছি । এখনকার দিনে অনেকেই এই বিপদের সম্মুখীন হয় । খুব সহজেই কোন লিংকে ক্লিক করলে, ওটিপি শেয়ার করলে তৎক্ষণাৎ হয়তো অ্যাকাউন্ট খালি হয়ে যায় । হ্যাকাররা নানান উপায়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করে ।

হয়তো মেসেজে হ্যাকাররা কোন নম্বর পাঠাচ্ছে, আর সেটি যদি আপনি ডায়াল করে ফেলেন তাহলে দেখা যাচ্ছে সবার প্রথমেই আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস তাদের কাছে পৌছিয়ে যাচ্ছে । এর ফলে হ্যাকারদের কাছে আপনার সমস্ত তথ্য চলে যায় । এই সব কিছুর পরেই ঘটে যাচ্ছে আসল বিপদ

ভারত সরকারের তরফে সাইবার ক্রাইম রুখার জন্য একের পর এক নতুন পদক্ষেপ নিয়ে চলেছে কিন্তু তাতেও এগুলি আটকানো যাচ্ছে না । দিনের পর দিন ক্রাইম বেড়েই যাচ্ছে । এই কারণে আবারও এক নতুন পদক্ষেপ নিল ভারত সরকার এখন ভারত সরকারের তরফে নতুন সতর্কতা জারি করা হয়েছে । দেশের মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে সাইবার ক্রাইম থেকে মানুষকে রক্ষা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে সতর্কতা জারি করেছে, সেখানে বলা হচ্ছে ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ খালি হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যবহারকারীদের কাছ থেকে ওটিপিও চাওয়া হয় না এর মানে মানুষ জানতে পারার আগেই তাদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে জমানো টাকা

খুব সহজেই মানুষ ঠকানোর নতুন উপায়-

মানুষকে ফাঁদে ফেলার জন্য হ্যাকাররা ফোনে একটি মেসেজ পাঠাচ্ছে । দেখা যাচ্ছে ম্যাসেজটা অনেকটা এরকমও হচ্ছে, এক কথায় হ্যাকিং থেকে বাঁচতে চাইলে এমনটা করুন । এরকম ভাবে হয়তো একটি মেসেজ আসছে । সেখানে একটি নম্বরও দেওয়া হচ্ছে । সেই মেসেজে বলা হচ্ছে যে, ওই নম্বরটি ডায়াল করার জন্য । ওই নাম্বারটি ডায়েল না করেন তাহলে তার ফোনটি বন্ধ হয়ে যাবে । তাদের ফোন কোনও কাজে আসবে না । এরকম ধরণের নানান ম্যাসেজ আসতে দেখা যাচ্ছে । অনেকেই হয়তো এই কৌশলটি বুঝতে পারছেন না, আসলে এটি স্ক্যামিংয়ের একটি উপায় । শুধুমাত্র একটি ম্যাসেজের মাধ্যমেই আপনাকে ফাঁদে ফেলছে । হয়তো বা  আপনাকে কল করতে বলা হয়েছে ****#****….** (যে কোনও নম্বর) নাম্বারে আপনার কাছে এরকম কোন ম্যাসেজ আসলে এখুনি আপনাকে খুব সতর্ক হতে হবে ।

নম্বর ডায়াল করার পর ঠিক কী ঘটছে?

হ্যাকাররা ম্যাসেজে যে নম্বরটি পাঠাচ্ছে, সেটি যদি আপনি ডায়াল করে দেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফোনের সমস্ত অ্যাক্সেস তাদের কাছে চলে যাবে । এরফলে তখন আপনি ফোনে কী কী করছেন, হ্যাকার বা স্ক্যামার তার সমস্ত তথ্য জানতে পারবে এবং এরপরেই ঘটে যাচ্ছে আসল বিপদ । আপনার কাছে কোন ওটিপি আসছে না কিন্তু তাও হটাৎ করেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে । সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট । অথচ আপনি কোন কিছু বুঝতে পারছে না ।

এই ধরনের স্ক্যাম বা জালিয়াতি থেকে বাঁচার উপায়

 

এরকম সমস্যার সম্মুখীন হলে কীভাবে নিজেকে বাঁচাবেন ? আপনি এই ধরনের স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করতে চাইলে সবার আগে এটা মাথায় রাখতে হবে যে এই ধরণের কোন রকম ম্যাসেজ আসলে সেটি কোন রিপ্লাই দেওয়া যাবে না । এর কারণ ফোন বা সিম কার্ড হ্যাক হলে ফোনে কোনও তথ্য দেওয়া হয় না । আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে হয়তো আপনাকে ফোনে কোন অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে । আসলে সেই অ্যাপটি VPN অ্যাপ, যেটি আপনার ফোন থেকে সমস্ত ডেটা চুরি করে । তাই ভুলে করেও অচেনা নম্বর থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করবেন না

প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন   

 

আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now

 

 

 

 

 

                                                               

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post