Aadhar Card Free Update : আধার আপডেট নিয়ে সুখবর। এক্ষুনি জানুন!

Aadhar Card Free Update


আধার কার্ড হল সমস্ত মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ নথি । যেটি আপডেট না থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে । আধার আপডেটের করার শেষ তারিখ ছিল ১৪/১২/২০২৩ তারিখ । জানা গিয়েছিল এই তারিখের মধ্যে আধার আপডেট না করলে পরবর্তী সময়ে টাকা দিয়ে আধার আপডেট করতে হবে । কিন্তু সাধারণ মানুষের কথা মাথায় রেখে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (YIDAI) তরফ থেকে আধার আপডেটের সময় বাড়ানো হল । বিনামূল্যে আধার আপডেট করা যাবে ১৪/০৩/২০২৪ তারিখ পর্যন্ত । আধার কর্তৃপক্ষের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে ।

সব জায়গাতেই প্রয়োজন আধার কার্ডের । পরিচয়পত্র হিসাবে বা ব্যাংকের নানান কাজে থেকে প্রায় সব জায়গায় এর প্রয়োজন হয় । প্যান কার্ড আপডেটের জন্যও আধার কার্ড লাগে । আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আধার কার্ডে কোন কিছু ভুল থাকলে সেটি ঠিক করে নিয়ে তথ্য আপডেট করার নির্দেশ দিয়েছে ।

আধার আপডেট –

আধার কার্ডের বয়স ১০ বছর হওয়ার পর এখনো সেটি আপডেট না করে থাকলে তাড়াতাড়ি করে নিন । আধার কর্তৃপক্ষ জানিয়েছে, আধার কার্ডের বয়স ১০ বছর হয়ে গেলে আর সেটি আপডেট করা না হলে, ডেমোগ্রাফিক তথ্য আপডেট করতে হবে । ডেমোগ্রাফিক তথ্য হল হল – নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি তথ্য গুলি । এই আপডেট করতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে ।

বিনামূল্যে কীভাবে আপডেট করা যাবে ?

প্রথমে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে । তারপর যে মোবাইল নাম্বারটি নথিভুক্ত করা আছে সেখানে একটি ওটিপি আসবে । এরপর ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করতে হবে তারপর সমস্ত প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে । এর পাশাপাশি ঠিকানা পরিচয় পত্রের প্রমাণ জমা দিতে হবে ।

কীভাবে ঠিকানা আপডেট করা যাবে ?

১. প্রথমে আধার সেলফ – সার্ভিস আপডেট পোর্টালে যেতে হবে ।

২. তারপর সেখান থেকে প্রসিড টু আপডেট অ্যাড্রেস অপশনে ক্লিক করতে হবে ।

৩. আধার নাম্বার প্রদান করে লগইন করতে হবে ।

৪. আপনার ফোনে একটি ওটিপি যাবে সেটি দিতে হবে ।

৫. তারপর আপডেট অপশনে ক্লিক করে সেখানে নতুন ঠিকানা দিতে হবে ।

৬. ওই ঠিকানার স্বপক্ষে প্রমান জমা করতে হবে ।

৭. ঠিকানার প্রমাণপত্রটি স্ক্যান করে আপলোড করতে হবে ।

৮. এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে ।

৯. সাবমিট অপশনে ক্লিক করলেই কর্তৃপক্ষের তরফে আবেদন গ্রহন করা হবে ।

১০. তারপর ১৪ নাম্বারের একটি আপডেট রিকোয়েস্ট নাম্বার তৈরি হবে ।

১১. এই প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে ১৪/০৩/২০২৪ তারিখ পর্যন্ত । যার আগে শেষ তারিখ ছিল ১৪/১২/২০২৩ পর্যন্ত ।

 সুত্রঃ- এই খবরটি এইসময় ডিজিট্যাল থেকে সংগৃহীত হয়েছে ।


প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে এবং নিয়মিত এই ধরণের খবর পেতে নিচের গ্রুপের জয়েন হন ।  


আমাদের Whatsapp চ্যানেল

Join Now

আমাদের Facebook চ্যানেল

Join Now

আমাদের Telegram গ্রুপ

Join Now



 

Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post