ভূতুড়ে কান্ড বাংলায় একধাক্কায় ১.৫ কোটি জনসংখ্যা কমে গেলো

one and half crore ration cards bengal have been cancelled one year



আমরা যখন পার্থ অর্পিতার ঘনিষ্ঠতা নিয়ে মজা আছি আমরা যখন  কেষ্টর ডায়লগ মেরে দিন কাটাচ্ছি সেই সময় একটি খবর আমাদের হয়তো চোখের আড়ালে চলে গেছে

কিন্তু খবরটি কোন ছোট খবর নয় জানা যাচ্ছে এক বছরের পশ্চিমবঙ্গে প্রায় দেড় কোটি জনসংখ্যা  কমে গেছে


Cick To Join Our - Whatsapp Group


এবার আপনাদের মনে হতেই পারে আবার কি ভুতুড়ে কান্ড কিন্তু আমাদের রাজ্যে এই ধরনের ভুতুড়ে কান্ড অস্বাভাবিক নয়

আসলে রাজ্য খাদ্য দপ্তর এর পরিসংখ্যান অনুযায়ী 2021 সালের জুলাই মাসে রেশন গ্রাহকের সংখ্যা ছিল প্রায় 10 কোটি 45 লক্ষ আর এই বছর আগস্ট মাসে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 9 কোটি 13 লক্ষ অর্থাৎ মাত্র এক বছরের মাথায় এক কোটি 32 লাখ হার্ট ব্লক করা হয়েছে তাই বলা যায় রেশন কার্ড অনুসারে প্রায় দেড় কোটি জনসংখ্যা পশ্চিমবঙ্গের কমে গেছে

এবং এর সাথে সাথে এও জানা যাচ্ছে মূলত রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকের সংখ্যায় বেশি কমেছে


কিন্তু প্রশ্ন হল এই এক বছরের মাথায় দেড় কোটি রেশন গ্রাহকের সংখ্যা কেন কমে গেল জানা যাচ্ছে খাদ্য দপ্তরের তরফ থেকে স্বচ্ছতা আনতে যে পদক্ষেপগুলো নেয়া হয়েছিল তার ফলেই এই ভুতুড়ে কান্ড ঘটেছে বা অন্যভাবে বললে যে দেড় কোটি ভুতুড়ে রেশন কার্ড ছিল সেগুলিকে ব্লক করা হয়েছে

রাজ্যজুড়ে খাদ্য দপ্তরের অভিযানের কারণে মূলত মৃত , ভুয়া , অবৈধ এবং অস্তিত্বহীন গ্রাহকদের রেশন কার্ড গুলিকে  ব্লক করা হয়েছে


এখন লাখ টাকার প্রশ্ন হল এই ভুয়া , অবৈধ রেশন কার্ড থেকে কারা লাভবান হতেন ? যাইহোক বন্ধুরা এই ভুতুড়ে কান্ড সম্বন্ধে কি মনে করছেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিবেদনটি এখানেই শেষ করছি ক্যামেরাম্যান জালালের সাথে আমেরিকার দুম্বা দুম্বা আপনারা দেখছেন এনআরসি নিউজ


ভিডিওতে দেখুন




প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ  

WB PRIMARY TET

 



রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE 



আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -



  MOST IMPORTANT LINKS    


শিক্ষা সঙ্ক্রান্ত সকল খবর পেতে - CLICK HERE

To get updated in the English language - CLICK HERE

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক সঙ্ক্রান্ত সকল সাহায্য পেতে - CLICK HERE

সব খবর সবার আগে পেতে - CLICK HERE 

 




Post a Comment

আপনার মতামত জানাতে কমেন্ট করুন

Previous Post Next Post