ভূতুড়ে কান্ড বাংলায় একধাক্কায় ১.৫ কোটি জনসংখ্যা কমে গেলো
আমরা যখন পার্থ অর্পিতার ঘনিষ্ঠতা নিয়ে মজা আছি । আমরা যখন কেষ্টর ডায়লগ মেরে দিন কাটাচ্ছি সেই সময় একটি খবর আমাদের হয়তো চোখের আড়ালে চলে গেছে ।
কিন্তু খবরটি কোন ছোট খবর নয় । জানা যাচ্ছে এক বছরের পশ্চিমবঙ্গে প্রায় দেড় কোটি জনসংখ্যা কমে গেছে ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
এবার আপনাদের মনে হতেই পারে এ আবার কি ভুতুড়ে কান্ড । কিন্তু আমাদের রাজ্যে এই ধরনের ভুতুড়ে কান্ড অস্বাভাবিক নয় ।
আসলে রাজ্য খাদ্য দপ্তর এর পরিসংখ্যান অনুযায়ী 2021 সালের জুলাই মাসে রেশন গ্রাহকের সংখ্যা ছিল প্রায় 10 কোটি 45 লক্ষ । আর এই বছর আগস্ট মাসে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 9 কোটি 13 লক্ষ । অর্থাৎ মাত্র এক বছরের মাথায় এক কোটি 32 লাখ হার্ট ব্লক করা হয়েছে । তাই বলা যায় রেশন কার্ড অনুসারে প্রায় দেড় কোটি জনসংখ্যা পশ্চিমবঙ্গের কমে গেছে ।
এবং এর সাথে সাথে এও জানা যাচ্ছে মূলত রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকের সংখ্যায় বেশি কমেছে ।
কিন্তু প্রশ্ন হল এই এক বছরের মাথায় দেড় কোটি রেশন গ্রাহকের সংখ্যা কেন কমে গেল । জানা যাচ্ছে খাদ্য দপ্তরের তরফ থেকে স্বচ্ছতা আনতে যে পদক্ষেপগুলো নেয়া হয়েছিল তার ফলেই এই ভুতুড়ে কান্ড ঘটেছে । বা অন্যভাবে বললে যে দেড় কোটি ভুতুড়ে রেশন কার্ড ছিল সেগুলিকে ব্লক করা হয়েছে ।
রাজ্যজুড়ে খাদ্য দপ্তরের অভিযানের কারণে মূলত মৃত , ভুয়া , অবৈধ এবং অস্তিত্বহীন গ্রাহকদের রেশন কার্ড গুলিকে ব্লক করা হয়েছে ।
এখন লাখ টাকার প্রশ্ন হল এই ভুয়া , অবৈধ রেশন কার্ড থেকে কারা লাভবান হতেন ? যাইহোক বন্ধুরা এই ভুতুড়ে কান্ড সম্বন্ধে কি মনে করছেন কমেন্টে জানাতে ভুলবেন না । প্রতিবেদনটি এখানেই শেষ করছি ক্যামেরাম্যান জালালের সাথে আমেরিকার দুম্বা দুম্বা আপনারা দেখছেন এনআরসি নিউজ ।
ভিডিওতে দেখুন
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন