তবে কি মমতা ব্যানার্জী খেলা হবে স্লোগান নিয়ে মত পাল্টালেন ?
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজকে ইস্টবেঙ্গল এর মিউজিয়াম উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সেখানে তার আজকের ভাষণ সত্যিই অন্য ভাষণের থেকে একটু আলাদা । এই প্রথম মুখ্যমন্ত্রী কে কোন ও রাজনৈতিক ভাষণ দিতে দেখলাম না । সম্পূর্ণ ভাষণ এর মধ্যে তিনি কোনো রাজনৈতিক বক্তব্য রাখেন নি ।
Cick To Join Our - Whatsapp Group
JOIN : - WB PRIMARY TET WHATSAPP GROUP
কোন রাজনৈতিক দলকে সামান্যতম আক্রমণ করেননি । অন্ততপক্ষে আমি কোনদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমন অরাজনৈতিক ভাষণ দেখেছি বলে আমার মনে পড়ে না । যাই হোক সেই পুরো বিষয় নিয়ে হয়তো আরও কয়েকটি ভিডিও আপনাদের সামনে আসবে ।
তবে এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে খেলা হবে স্লোগান । হ্যাঁ যদি এটিকে আপনারা রাজনৈতিক বলেন অবশ্যই রাজনৈতিক কিন্তু তারপরও এই খেলা হবে স্লোগানের মাধ্যমে আজকের ভাষণে কোন রাজনৈতিক বক্তব্য রাখেন নি । শুধু খেলা হবে শ্লোগান কেন দিয়েছিলেন সেই কথাই বলেছেন ।
এবার আপনারা হয়তো ভাববেন গতদিন মোহনবাগানের যে নতুন তাঁবুর উদ্বোধনী অনুষ্ঠান সেখানেও তো তিনি জানিয়েছিলেন কেন খেলা হবে স্লোগান দিয়েছিলেন । আসলে সেদিনের যে ভাষণ সেই ভাষণটি হয়তো একটু জটিল হয়ে গেছে সাধারণ মানুষের কাছে ।
তো যেটা বলছিলাম হয়তো এই ভাষণটি শুনে অনেকেই বুঝতে পারেনি যে কেন তিনি খেলা হবে স্লোগান দিয়েছিলেন । তাই আজ আরও সরলীকরণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তো চলুন জেনে নিন কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেলা হবে স্লোগান দিয়েছিলেন । তবে আমার মনে একটি প্রশ্ন গত দিনে তিনি যে কথা বলেছিলেন এবং আজকে তিনি যে কথা বললেন এই দুটির মধ্যে কি কোন মিল রয়েছে ? আপনারা কমেন্ট করে জানাবেন
ভিডিওতে দেখে নিন তিনি ঠিক কি বলেছেন...
ভিডিওতে দেখুন
প্রাইমারী টেট প্রার্থীদের জন্য তৈরি অ্যাপ
WB PRIMARY TET
রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের বিস্তারিত তথ্য পেতে "কর্মসাথী প্রকল্প" নামে অ্যাপটিকে ডাউনলোড করুন । অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন - CLICK HERE
আমাদের তৈরি প্রচেষ্টা প্রকল্প APP টিতে আপনি প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত সমস্ত তথ্য পাবেন । তবে এটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি । প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধিত তথ্য সরবরাহ করায় অ্যাপটির মূল উদ্দেশ্য । অ্যাপটিকে ডাউনলোড করতে নিচের নিচের বোতামে ক্লিক করুন -
MOST IMPORTANT LINKS
Post a Comment
আপনার মতামত জানাতে কমেন্ট করুন